সামনে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপও রয়েছে। মাঝে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এতগুলো ওয়ান ডে খেলবে ভারতীয় দল। স্বাভাবিক ভাবেই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়ান ডে আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ৪৯টি। সেই সংখ্যা ছাপিয়ে যেতে বিরাট কোহলির প্রয়োজন আর মাত্র ৪টি শতরান। ওয়ান ডে ফরম্যাটে বিরাট শতরান করেছেন ৪৬টি। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের মোট শতরানের সংখ্যা একশো। কোহলি অবশ্য সেই রেকর্ড থেকে এখনও অনেকটা দূরে। আরও একটা বিষয়ে সচিনের পরই রয়েছেন বিরাট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড সচিন তেন্ডুলকরের দখলেই। ওয়ান ডে ও টেস্ট দুই ফরম্যাটে সব মিলিয়ে মোট একশোটি সেঞ্চুরি। আর এই ১০০ সেঞ্চুরি এসেছে সব মিলিয়ে ৫৩টি আলাদা ভেনুতে। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের নিরিখে সচিন তেন্ডুলকরের পরই রয়েছেন বিরাট কোহলি। সব ফরম্যাট মিলিয়ে বিরাটের শতরান সংখ্যা ৭৬টি। এই ৭৬টি শতরান এসেছে ৪৬টি ভেনুতে। এর মধ্যে সবচেয়ে পয়া মাঠ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল। অস্ট্রেলিয়ায় গেলে বিরাটের তাগিদ যেন অনেকটা বেড়ে যায়। কেরিয়ারে ৭৬টি আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে পাঁচটি করেছেন অ্যাডিলেড ওভালে।
সচিন তেন্ডুলকরের সঙ্গে কোহলির নানা বিষয়েই মিল খোঁজা হয়। সচিনের নানা রেকর্ড ভাঙার ক্ষেত্রে বিরাটই এগিয়ে বলে মনে করা হয়। তবে এই রেকর্ড ভাঙা কঠিন। সাতটি নতুন ভেনুতে খেলতে হবে বিরাটকে এবং সেগুলিতে সেঞ্চুরিও করতে হবে! ভিন্ন ভেনুতে শতরানের নিরিখে সচিন, বিরাট কোহলির পরই রয়েছেন রিকি পন্টিং। তিনি ৭১টি সেঞ্চুরি করেছেন ৩৫টি ভেনুতে। একই সংখ্যক ভেনুতে ৬২টি শতরান জ্যাক কালিসের। ৩৩টি ভেনুতে ৪৮ টি শতরান করেছেন রাহুল দ্রাবিড়।