মোহালি: লক্ষ্মীবারে মোহালিতে আইপিএলের (IPL 2023) ম্যাচে বদলে গেল দুই দলের অধিনায়ক। পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে আজ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না শিখর ধাওয়ানকে। ঘরের মাঠে প্রীতি জিন্টার দলকে নেতৃত্ব দেবেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান। ফলে বৃহস্পতিবার বিকেলে টসের সময় মাঠে ধাওয়ানের জায়গায় দেখা গেল কারানকে। অন্যদিকে আবার আরসিবির (RCB) হয়ে টসের জন্য এগিয়ে আসতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। যে দৃশ্য দেখে বিরাট অনুরাগীরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কারণ কিং কোহলি তো আর দেশের হয়ে এবং আইপিএলে আরসিবির হয়ে নেতৃত্ব দেবেন না বলে ঘোষণা করে দিয়েছিলেন। দীর্ঘদিন পর আজ ২২ গজে ফিরলেন ক্যাপ্টেন কোহলি। হঠাৎ এই ক্যাপ্টেন্সি বদল কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sport এর এই প্রতিবেদনে।
৫৫৬ দিন পর ২২ গজে আরসিবির নেতা হিসেবে দেখা যাচ্ছে বিরাটকে। টস হেরে প্রথমে ব্যাটিং করবে আরসিবি। ব্যাঙ্গালোরের শেষ ম্যাচে আরসিবির নিয়মিত অধিনায়ক ফাফ ডু’প্লেসিকে দেখা গিয়েছিল পেটে টেপ লাগিয়ে খেলছিলেন। হালকা চোট থাকার কারণে এই ম্যাচে তিনি শুধু ব্যাটিং করবেন। তাঁর বদলে আরসিবির বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে করণ শর্মা কিংবা বিজয়কুমার বিশাখকে। ডু’প্লেসি যেহেতু ফিল্ডিং করবেন না, তাই আজ আরসিবির ক্যাপ্টেন্সি সামলাবেন বিরাট।
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম কারান। শিখর ধাওয়ানের কাঁধে চোট ছিল বলে স্যাম কারান গত ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ম্যাচের শেষে বলেছিলেন, ‘প্রথম বার পঞ্জাব দলকে নেতৃত্ব দিয়ে দারুণ লাগছে। দল জেতায় সেই খুশি আরও দ্বিগুণ হয়েছে।’ লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের শেষে স্যাম জানিয়েছিলেন, তিনি চান শিখর তাড়াতাড়ি মাঠে ফিরুক। শিখরের চোট পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নিল না পঞ্জাব।
? Toss Update ?@PunjabKingsIPL win the toss and elect to field first against @RCBTweets.@CurranSM & @imVkohli are leading their respective sides today.
Follow the match ▶️ https://t.co/CQekZNsh7b#TATAIPL | #PBKSvRCB pic.twitter.com/ITFDTd7ObP
— IndianPremierLeague (@IPL) April 20, 2023
২০২০ সালের টি-২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি ঘোষণা করেছিলেন, তিনি আর দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি করবেন না। তখনই জানিয়েছিলেন আরসিবির হয়েও আর তাঁকে নেতার দায়িত্বে দেখা যাবে না। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন পঞ্চম টেস্ট খেলতে গিয়েছিল ভারত। সেই সময় রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় ভারতের হয়ে ওই টেস্টে ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাতে বলা হয়েছিল বিরাটকে। কিন্তু বিরাট রাজি হননি। সেই টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। তাই হঠাৎ আজ আরসিবির হয়ে ক্যাপ্টেন হিসেব কোহলির ফেরাটা এক ‘বিরাট’ সিদ্ধান্ত।