Virat Kohli: দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ থেকে ছুটি চাইলেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 14, 2021 | 2:15 PM

India vs South Africa: ক্রিকেট মহলের মতে অশান্তির আগুন জ্বলছে ভারতীয় দলের ড্রেসিংরুমে। বিষয়টা অবশ্যই অধিনায়কত্ব। কোহলি টি-২০ ক্যাপ্টেনসি ছেড়ে দেওয়ার পর থেকেই তাঁর ওপর ক্ষুদ্ধ বোর্ড। কারণ তাঁকে পদ ছাড়তে বারণ করা হয়েছিল। বিরাট সেই কথা কানেই তোলেননি। সাদা বলে এক অধিনায়ক চাই, সেই হিসেব দেখিয়ে একদিনের ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাটকে। যে সিদ্ধান্তটা আবার তিনি মেনে নিতে পারছেন না। সব মিলে এই ঝড় থামানোটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের।

Virat Kohli: দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ থেকে ছুটি চাইলেন বিরাট
ছুটি চাইলেন বিরাট কোহলি। সৌ: টুইটার

Follow Us

মুম্বই: ক্যাপ্টেন বিতর্ক কি বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মা (Rohit Sharma) সম্পর্কে ফাটল ধরিয়েছে? ভারতীয় ক্রিকেটে (India Cricket) তেমনই গুঞ্জন। এক দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের (South Africa tour) টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত। চব্বিশ ঘণ্টা পর আবার বিরাট ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম চাইলেন। যদিও পারিবারিক কারণে সরে যেতে চান তিনি। কিন্তু বিতর্ক যে থেমে থাকছে না‌!

টি-২০ বিশ্বকাপ পরবর্তী অধ্যায়ে দুই অধিনায়কের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই সিদ্ধান্তের পর থেকে ভারতীয় ক্রিকেটে ঝড় উঠেছে। সৌরভদের বার্তায় ঝড়ের গতিটা কিছুটা কমার লক্ষণ দেখা গেলেও, গতি আবার বাড়ল বিরাটের সিদ্ধান্তে। দক্ষিণ আফ্রিকারা মাটিতে একদিনের সিরিজে খেলতে চান না। বোর্ডের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছেন বিরাট কোহলি।

কী কারণ? বিরাট-অনুস্কার মেয়ে ভামিকার একবছর হচ্ছে। তাই ছুটি চেয়েছেন বিরাটে। বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে ঝড় রীতিমতো সাইক্লোনের দিকে বাঁক নিতে শুরু করেছে। কারণ ১১ জানুয়ারি বিরাটের মেয়ের প্রথম জন্মদিন। সেদিন থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। বিরাট যদি সত্যিই মেয়ের জন্মদিনের জন্য ছুটি নিতে চাইতেন তাহলে তৃতীয় টেস্ট থেকে ছুটি নিতেন। যেমনটা মেয়ের জন্মের সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট খেলে দেশে ফিরেছিবেন। কিন্তু কোহলি গোটা একদিনের সিরিজ থেকেই ছুটি নিয়ে বসলেন।

বিরাটের এমন সিদ্ধান্ত প্রশ্ন ওঠা স্বাভাবিক। একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষুব্ধ তিনি। এমনই খবর কোহলির ঘনিষ্ঠমহল সূত্রে। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতেও সোমবার অনুশীলন করেননি বিরাট। এর মধ্যেই আবার প্রথম দিনের অনুশীলনে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। পরিস্থিতি যা তাতে বিশ্বকাপের পর থেকে আর একসঙ্গে মাঠে দেখা যায়নি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন বিরাট। আবার টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন রোহিত। লম্বা সফরের ক্লান্তির পর দুই তারকার বিশ্রামের প্রয়োজন খুব স্বাভাবিক। কিন্তু দক্ষিণ আফ্রিকার মত গুরুত্বপূর্ণ সফরে কেন একসঙ্গে নেই দুই তারকা?

ক্রিকেট মহলের মতে অশান্তির আগুন জ্বলছে ভারতীয় দলের ড্রেসিংরুমে। বিষয়টা অবশ্যই অধিনায়কত্ব। কোহলি টি-২০ ক্যাপ্টেনসি ছেড়ে দেওয়ার পর থেকেই তাঁর ওপর ক্ষুদ্ধ বোর্ড। কারণ তাঁকে পদ ছাড়তে বারণ করা হয়েছিল। বিরাট সেই কথা কানেই তোলেননি। সাদা বলে এক অধিনায়ক চাই, সেই হিসেব দেখিয়ে একদিনের ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাটকে। যে সিদ্ধান্তটা আবার তিনি মেনে নিতে পারছেন না। সব মিলে এই ঝড় থামানোটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের।

 

আরও পড়ুন : India vs South Africa: বিরাটদের বিরুদ্ধে সিরিজ নতুন দিশা দেখাবে দক্ষিণ আফ্রিকাকে: লুঙ্গি

Next Article