নয়াদিল্লি: বছর আসে, বছর যায় ভারতে বিশ্বকাপের (World Cup) দেখা নাই! ভারতীয় শিবিরে কবে আসবে আইসিসি ট্রফি? এই প্রশ্ন সকল ভারতীয় ক্রিকেট প্রেমীর মনে সর্বক্ষণ ঘুরপাক খায়। টিম ইন্ডিয়ার ১২ বছরের ওডিআই ট্রফির খরা কাটানোর সুযোগ ছিল ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেওছিল মেন ইন ব্লু। কিন্তু শেষ অবধি বিশ্বকাপ জেতা হয়নি রোহিত শর্মার ভারতের। নতুন বছরে এ বার ভারতের ফোকাসে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ। চব্বিশে পা রেখেই কুড়ি-বিশের বিশ্বকাপের ভাবনায় ডুব বোর্ডের। ২০০৭ সালের পর থেকে ভারত আর টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। এ বার সেই অপেক্ষা কি মিটবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের? চলতি বছরের টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গ এলেই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) নাম আসে। এই দুই সিনিয়র ক্রিকেটারকে কি দেখা যাবে এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এ বছরের টি-২০ বিশ্বকাপে খেলতে চান। যে কারণে জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর পৌঁছে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। রোহিত-বিরাটের সঙ্গে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন অজিত আগরকর। শোনা গিয়েছে, দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে সেই মতো সিদ্ধান্ত নিয়ে দল গঠন করা হবে। হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব যেহেতু চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন, তাই আফগান সিরিজেই হয়তো ফের টি-২০ নেতা হিসেবে কামব্যাক হতে পারে রোহিত শর্মার।
শোনা গিয়েছে, এ বছরের আইপিএলের সময় বিরাট কোহলি, রোহিত শর্মা সহ ২৫-৩০ জন ভারতীয় ক্রিকেটারের ওপর বিশেষ নজর থাকবে ভারতীয় বোর্ডের। তাঁদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করার পরই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল বাছা হবে। এ বারের টি-২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। আইপিএলের ঠিক পরেই ৪ জুন থেকে ৩০ জুন অবধি আইসিসির এই টুর্নামেন্ট হওয়ার কথা।