কলকাতা : বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বাবর আজমের (Babar Azam) তুলনা আজকের নয়। অনেকের মতে বর্তমানে বিরাট কোহলিকেও ছাপিয়ে গিয়েছেন বাবর। বিরাট ও পাকিস্তানের বর্তমান অধিনায়কের মধ্যে সেরা ব্যাটার কে? এ প্রশ্নে তাবড় তাবড় ক্রিকেট ব্যক্তিত্বরাও কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন। কেউ মনে করেন, কোহলি যে জায়গায় পৌঁছেছেন, বাবরকে সেই স্থান অর্জন করতে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। সেই বিতর্কে বিরাট কোহলি নিজেই এক বিবৃতি দিয়েছেন। কোহলি অকপটে বলেছেন, বর্তমানে বাবর আজম ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটে বিশ্বের শীর্ষ ব্যাটারদের তালিকায় রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের আগে স্টার স্পোর্টসের সঙ্গে একান্ত কথোপকথনে বিরাট কোহলি, বাবরের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেন। কোহলি বলেন, “২০১৯ সালে বাবর আজমের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। ম্যাচের পর বাবর আজম নিজে আসেননি। বরং পাকিস্তান দলের ইমাদ ওয়াসিম আমার কাছে আসেন। আমি ইমাদকে সেদিন থেকেই চিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ইমাদ আমাকে বলেছিল, বাবর আজম তোমার সঙ্গে দেখা করতে চায়। এরপর বাবরের সঙ্গে দেখা করি এবং আমরা দু’জনেই ক্রিকেট নিয়ে অনেক আলোচনা করেছি। আজও তাঁর প্রতি আমার শ্রদ্ধা আছে এবং কোনও সন্দেহ নেই যে বাবর ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে বিশ্বের শীর্ষ ব্যাটারদের মধ্যে একজন। ওকে ধারাবাহিকভাবে ব্যাট করতে দেখে আনন্দ পাই।”
২০১৯ সালে কোহলি যখন বাবরের সঙ্গে দেখা করেছিলেন তখন ওডিআই ক্রিকেটের শীর্ষ ব্যাটার ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। যার ফলে ভারত সহজেই ৮৯ রানে ম্যাচ জিতে নেয়। এখনও পর্যন্ত বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৭৬টি সেঞ্চুরি রয়েছে। একইসঙ্গে বাবর আজমও ৩০টি সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে ছাপ ফেলেছেন। ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৩ এশিয়া কাপ। এরপর ২০২৩ ওডিআই বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টে বিশ্বের সেরা দুই ব্যাটারদের বাইশ গজে ফের মুখোমুখি দেখা যাবে।