T20 World Cup 2021: ম্যাচ জেতার মতো সাহসী ছিলাম না আমরা, বলছেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 31, 2021 | 11:06 PM

টি-টোয়েন্টি তো বটেই কোনও বিশ্বকাপের ইতিহাসেই ভারত কখনও প্রথম দুটো ম্যাচ পর পর হারেনি। বিরাটের এই ভারতের যে কী হল, তা নিয়ে আলোচনার শেষ নেই। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানরা যেমন রান পাচ্ছেন না, তেমনই বোলাররা বিপক্ষের বিরুদ্ধে কোনও চাপই তৈরি করতে পারছেন না।

T20 World Cup 2021: ম্যাচ জেতার মতো সাহসী ছিলাম না আমরা, বলছেন বিরাট
T20 World Cup 2021: ম্যাচ জেতার মতো সাহসী ছিলাম না আমরা, বলছেন বিরাট (ছবি-টুইটার)

Follow Us

দুবাই: ফের হারের ধাক্কা। পাকিস্তানের (Pakistan) পর নিউজিল্যান্ডের (New Zealnd) কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের অঙ্ক আরও কঠিন করে ফেলল ভারতীয় টিম। যা পরিস্থিতি, তাতে বিরাট কোহলির টিমকে শুধু জিতলে হবে না, হারতে হবে নিউজিল্যান্ডকেও। যা অনেকেরই কঠিন বলে মনে হচ্ছে। ৭ নভেম্বর কিউয়িদের বিরুদ্ধে খেলা আফগানিস্তানের। লিগ টেবলের দু’নম্বরে থাকা রশিদ খানদের কাছে যদি হেরে বসে কেন উইলিয়ামসনের টিম এবং ভারত যদি বাকি তিনটে ম্যাচ জেতে, তবেই শেষ চারের স্বপ্ন দেখতে হবে। অবশ্য সেই সঙ্গে রান রেট বাড়াতে হবে ভারতকে।

টি-টোয়েন্টি তো বটেই কোনও বিশ্বকাপের ইতিহাসেই ভারত কখনও প্রথম দুটো ম্যাচ পর পর হারেনি। বিরাটের এই ভারতের যে কী হল, তা নিয়ে আলোচনার শেষ নেই। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানরা যেমন রান পাচ্ছেন না, তেমনই বোলাররা বিপক্ষের বিরুদ্ধে কোনও চাপই তৈরি করতে পারছেন না। পাকিস্তানের বিরুদ্ধে একটাও উইকেট ফেলতে পারেননি বুমরা-সামিরা। নিউজিল্যান্ড ম্যাচে বুমরা তাও দুটো উইকেট নিয়েছেন। বাকিরা ফের ব্যর্থ।

বিরাট ম্যাচের পর মেনে নিয়েছেন, ‘খুব আশ্চর্যজনক ঘটনা। আমার মনে হয় না ব্যাটিং বা বোলিংয়ের সময় আমরা সাহসী হতে পেরেছি। এই ম্যাচে হারে খুব বেশি রান ছিল না। কিন্তু এই রকম ম্যাচে সাহসী হয়ে মাঠে নামতে হয়। আমাদের মধ্যে সেটা ছিল না।’

বিশ্বকাপের আগে থেকে বিতর্কের মধ্যে ভারতীয় টিম। বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত, কোচ শাস্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা— সবই বুমেরাং হয়ে গিয়েছিল। সেই সঙ্গে টিম নির্বাচনেও যথেষ্ট গলদ রয়েছে। এই ফর্ম্যাটের সেরা ক্রিকেটাররা টিমে জায়গা পাননি। আর তাই বাড়তি চাপ তৈরি করেছিল টিমের মধ্যে। এই কারণেই কি ভারতীয় টিম পারফর্ম করতে পারছে না? বিরাট বলেছেন, ‘যেই ভারতীয় টিমের হয়ে খেলে, তার উপর প্রত্যাশার চাপ থাকে। সেটা শুধু যে সমর্থকদের দিক থেকে আসে তাই নয়, নিজের উপরও থাকে। সেই কারণেই বাড়তি চাপ থাকে টিমের উপর। সেটা মেনে নিয়েই এগোতে হয়। টিম হিসেবে এটা টপকে গিয়ে একটা ম্যাচ জিততে হয়। সেটা আমরা পারিনি। দুটো ম্যাচেই আমরা চরম ব্যর্থ হয়েছি।’

টানা খেলার ধকলের জন্য ভারতীয় টিম ক্লান্ত কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। জশপ্রীত বুমরা কিন্তু মেনে নিচ্ছেন, ক্লান্তি খানিকটা হলেও রয়েছে টিমে। ভারতীয় পেসারের কথায়, ‘টানা ছ’মাস আমরা দেশের বাইরে। একটানা খেলে যাচ্ছি। সব মিলিয়ে একটা ক্লান্তি কাজ করেই। তবে আমরা চেষ্টা করছি, বোর্ডও পাশে আছে, যাতে সব পার করে জয়ের ফিরতে পারি।’

নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় টিমের ব্যাটিং বিন্যাস নিয়ে প্রশ্ন উঠছে। রোহিত-রাহুল জুটি ভাঙা হল কেন, তা নিয়ে কথা উঠছে। বিরাট বা বুমরা কেউই এ নিয়ে মুখ খোলেননি। তবে দুই ওপেনারকে হারিয়ে টিম যখন চাপে, তখন আগ্রাসী হয়ে বিরাট বা পন্থ উইকেট না দিলে পরিস্থিতি অন্য রকম হতে পারত। যা নিয়ে বুমরা বলছেন, ‘বোলারদের যাতে লড়াই করার জন্য বাড়তি রান দেওয়া যায়, সেই কারণেই অ্যাটাকিং ব্যাটিং করার চেষ্টা করেছি। কিন্তু কোনও ভাবে ব্যাপারটা কাজ করেনি।’

Next Article