নয়াদিল্লি: দীর্ঘ ১২ বছর বিশ্বকাপ ট্রফি আসেনি ভারতে। এ বার দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। ভারতীয় সমর্থকরা মনেপ্রাণে চাইছেন ভারত জিতুক বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার (Team India) প্রত্যেক ক্রিকেটাররাও বিশ্বকাপ ট্রফির খরা কাটাতে চান। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) সম্প্রতি জানিয়েছেন, ভক্তদের আবেগ আর সমর্থনই ভারতকে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য উদ্বুদ্ধ করছে। আর কী বললেন বিরাট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সদ্য এশিয়া সেরা হয়েছে ভারত। শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম এশিয়া কাপ ট্রফি এল ভারতের ঝুলিতে। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ জয় মেন ইন ব্লুর ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। বিরাট-রোহিতরা ১২ বছরের ট্রফির খরা কাটাতে মরিয়া। এই ট্রফি এ বার বিরাটরা জিততে চান তাঁদের সমর্থকদের জন্য। সদ্য এমনটাই বলেছেন কোহলি। তাঁর কথায়, ‘আমাদের সমর্থকদের আবেগ ও সমর্থনই বিশ্বকাপ জেতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে। গত বিশ্বকাপের স্মৃতি, বিশেষ করে ২০১১ সালে জেতার পরে যে অনুভূতি হয়েছিল, তা এখনও আমাদের এবং সকল সমর্থকদের হৃদয়ে গাঁথা রয়েছে। তবে সমর্থকদের জন্য আমরা এবার নতুন স্মৃতি তৈরি করতে চাই।’
এ বার বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হলে বিরাট কোহলি দু’বার এই খেতাব অর্জন করবেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপের অবিশ্বাস্য সফরের সঙ্গী হতে পেরে আমি গর্বিত। বিশ্বকাপ আমাদের সকল সমর্থকদের আবেগকে সঠিক ভাবে ফুটিয়ে তোলে। তাই আমরা নিজেদের সেরাটা তুলে ধরে স্বপ্ন সত্যি করতে চাই।’
কোহলির পাশাপাশি ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও একই কথা বলেছেন। একই কথা বলেছেন রবীন্দ্র জাডেজাও। জাড্ডুর কথায়, ‘একজন ক্রিকেটার হিসেবে আমাদের সাফল্যের জন্য লক্ষ লক্ষ সমর্থক পাশে দাঁড়াচ্ছে। আমাদের জন্য চিৎকার করছে। এর থেকে অনুপ্রেরণাদায়ক আর কিছু হতে পারে না। আমরা সকলে জানি, এই সফরে পুরো দেশ আমাদের সঙ্গে থাকবে। ভালো পারফর্ম করে আমরা ওদের গর্বিত করতে চাই।’