দীর্ঘ ৪৩০ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20) ক্রিকেটে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার ভারতের জার্সিতে টি-২০ ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। ২০২৩ সালে তিনি দেশের হয়ে একটিও টি-২০ ম্যাচ খেলেননি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
রোহিত শর্মার মতো আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই টি-২০ ফর্ম্যাটে প্রত্যাবর্তন হত বিরাট কোহলির। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি ওই ম্যাচ খেলেননি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
ইন্দোরে রবিবাসরীয় ম্যাচের আগের দিন ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এ বার দেখার এতদিন পর টি-২০ ক্রিকেটে কামব্যাক ম্যাচ কতটা রাঙিয়ে রাখতে পারেন বিরাট। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
২০১০ সাল থেকে দেশের হয়ে টি-২০ ক্রিকেটে খেলছেন বিরাট কোহলি। ১১৫টি ম্যাচে তিনি করেছেন ৪০০৮ রান। তাঁর এই ফর্ম্যাটে সর্বাধিক রান ১২২*। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির শেষ ১০টি ইনিংস দেখলে দেখা যাবে তাতে রয়েছে ৫টি অর্ধশতরান। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
২০২৪ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই জন্যই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের টি-২০ ফর্ম্যাটে ফিরিয়েছে বোর্ড। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
টি-২০ ক্রিকেটে ১২ হাজার রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হওয়ার জন্য বিরাট কোহলিকে আর ৩৫ রান করতে হবে। ৩৭৪টি টি-২০ ম্যাচে এখনও অবধি বিরাট কোহলি করেছেন ১১৯৬৫ রান। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)