Virat Kohli: বাবার পর ছেলেও যখন প্রতিপক্ষ! সচিনের বিরল রেকর্ডের সামনে কোহলি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 12, 2023 | 7:30 AM

IND vs WI: বুধবার ডমিনিকায় যখন ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে, তখন বিরাট কোহলি একটি অনন্য রেকর্ড গড়বেন।

Virat Kohli: বাবার পর ছেলেও যখন প্রতিপক্ষ! সচিনের বিরল রেকর্ডের সামনে কোহলি
Virat Kohli: বাবার পর ছেলেও যখন প্রতিপক্ষ! সচিনের বিরল রেকর্ডের সামনে কোহলি

Follow Us

ডমিনিকা: ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। কিং কোহলি ভারতীয় ক্রিকেটের আইকন। এ বার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (India vs West Indies) মাস্টার ব্লাস্টারের আরও এক রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। এই রেকর্ড সচিন ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন সেই বিরল রেকর্ডের ব্যাপারে।

সচিনের যে বিরল রেকর্ডের সামনে বিরাট

বুধবার ডমিনিকায় যখন ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে, তখন বিরাট কোহলি একটি অনন্য রেকর্ড গড়বেন। ভারতের বিরুদ্ধে এ বারের ২ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন ওপেনার তেজনারায়ণ চন্দ্রপল। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে। বিরাট কোহলি ২০১১ সালে চন্দ্রপলের বিরুদ্ধে খেলেছিলেন। এ বার তাঁর ছেলের বিরুদ্ধেও খেলবেন। কোহলির আগে এই কীর্তি গড়া প্রথম ভারতীয় ব্যাটার হয়েছিলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় জিওফ মার্শের বিরুদ্ধে খেলেছিলেন। এরপর ২০১১-১২ সফরে তাঁর ছেলে শন মার্শের বিরুদ্ধেও খেলেছিলেন সচিন। ফলে বাবা-ছেলে জুটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছিলেন সচিন। এ বার সেই রেকর্ডেও ভাগ বসাতে চলেছেন বিরাট।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলি এখনও অবধি করেছেন ৩৬৫৩ রান। দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিস। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। এখনও অবধি কালিসের থেকে ৪৬৭ রান কম রয়েছে বিরাটের। এ বারের ক্যারিবিয়ান সফরে টেস্ট ও ওডিআই সিরিজে কোহলির কাছে সুযোগ থাকছে কালিসকে ছাপিয়ে যাওয়ার। উল্লেখ্য, এ বারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার মধ্যে টি-২০ সিরিজের স্কোয়াডে নেই বিরাট কোহলি।

Next Article