
দুবাই: আইপিএল (IPL) মানে প্রতি বছর নতুন নতুন তারকার উত্থান। যাঁদের কেউ কেউ প্রতিভার আলোয় চমকে দেন। ভারতীয় টিমেও ঢুকে পড়েন। আর সেই সব তরুণের উত্থানের পিছনে থাকে কোনও না কোনও সিনিয়রের অবদান। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) গত এক দশক ধরে এই কাজটাই করে আসছেন দায়িত্ব নিয়ে। চেন্নাই থেকে উঠে আসা তরুণ ক্রিকেটারের সংখ্যা কিছু কম নয়। দুরন্ত পারফর্ম করে ঋতুরাজ গায়কোয়াড় যেমন মোহিত করে রেখেছেন আইপিএলের দুনিয়া। যে কাজটা এখন করছেন বিরাট কোহলিও (Virat Kohli)।
ভারতীয় টিমের ক্যাপ্টেন তিন তরুণ ক্রিকেটারের উত্তরণের রাস্তা তৈরি করে দিচ্ছেন। দেবদত্ত পাড়িক্কাল, ভেঙ্কটেশ আইয়ার, যশস্বী জয়সওয়ালরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে সাহায্য পাচ্ছেন বিরাটের। নিজের অভিজ্ঞতা দিয়ে তাঁদের আগামী দিনের তারকা তৈরি করে দিয়ে যাচ্ছেন কিং কোহলি।
আরসিবিতে বিরাটেরই ওপেনিং পার্টনার দেবদত্ত। বাঁ হাতি ওপেনারের প্রতিভায় বরাবরই আচ্ছন্ন বিরাট। নিজে মুক্ত কন্ঠে প্রশংসাও করেছেন বহুবার। গতবার থেকে ব্যাঙ্গালোরের হয়ে খেলতে দেখা যাচ্ছে দেবদত্তকে। গতবারই রীতিমতো চমকে দিয়েছিলেন। এ বারও ছন্দে আছেন তিনি। যে কোনও বোলারের বিরুদ্ধে সাবলীল। উইকেটের চারদিকে শট খেলতে পারেন। বিরাটের পার্টনার হওয়ার দরুণ ইনিংস এগিয়ে নিয়ে যাবেন কী ভাবে, তার পরামর্শ মাঠেই পেয়ে যান দেবদত্ত।
চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি আলোচনা যাঁকে নিয়ে, তিনি ভেঙ্কটেশ আইয়ার। পাঁচটা ম্য়াচ এখনও খেলেছেন বাঁ হাতি ওপেনার। হাফ সেঞ্চুরি করেছেন যেমন, বল হাতে উইকেটও নিয়েছেন। যে কেকেআর এতদিন ওপেনিং সমস্যায় জর্জরিত হয়ে থেকেছে, সেই টিমকেই এখন নির্ভরতা দিচ্ছেন ভেঙ্কটেশ। আরসিবির বিরুদ্ধে ম্যাচের পর ভেঙ্কটেশ আলাদা করে কথা বলেছেন বিরাটের সঙ্গে। তাঁর ব্যাটিংয়ে কোথায় সমস্যা, কী করলে আরও উন্নতি করা সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিরাট। মূল্যবান টিপসও মিলেছে ভেঙ্কটেশের। তাই এখন কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি।
বিরাটের তৃতীয় ছাত্রের নাম যশস্বী জয়সওয়াল। অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিম থেকে উঠে আসা যশস্বীর। আইপিএলের শুরুটা ভালো ছিল না তাঁর। তাই বিরাটের শরণাপন্ন হয়েছিলেন তরুণ ক্রিকেটার। বিরাটও সাধ্য মতো বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
কী বলেছেন বিরাট? যশস্বী বলেছেন, ‘আমি বিরাটভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম, বড় রান করতে গেলে কী করা উচিত। আমি নিয়মিত বড় রান করতে চাই। যাতে টিমকে সাহায্য করতে পারি। বিরাটভাই চমৎকার করে বুঝিয়ে দিয়েছে, রান পেতে হলে কী করা দরকার। ভালো খেলার জন্য ভিতরে ও বাইরে পজিটিভ থাকা দরকার। সেই পরামর্শও দিয়েছে বিরাটভাই।’
যে কোনও তারকাকে দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখেন তরুণরা। দেবদত্ত, ভেঙ্কটেশদের কাছে বিরাটই আইডল। বিরাটও নিজের তারকা সত্ত্বা ছেড়ে বেরিয়ে এসে সাহায্য করছেন নতুন মুখদের। তাই তাঁরা ধীরে ধীরে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন।