Virat Kohli Press Conference: প্রোটিয়া সফরের আগে কী বললেন কোহলি?

১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য জোহানেসবার্গ উড়ে যাবে ভারতীয় টিম। তার আগে প্রেস কনফারেন্সে ভারতের টেস্ট দলের অধিনায়ক অনেক কিছুই খোলসা করলেন।

Virat Kohli Press Conference: প্রোটিয়া সফরের আগে কী বললেন কোহলি?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 3:44 PM

মুম্বই: দুই ক্যাপ্টেন তত্ত্ব নিয়ে টিম ইন্ডিয়ার (Team India) অন্দরে তীব্র বিতর্ক। তার মধ্যে প্রেসের মুখোমুখি হলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। শোনা যাচ্ছিল, বিরাট-রোহিত দুই ক্যাপ্টেন একে অপরের অধীনে খেলতে চান না। চোটের কারণ দেখিয়ে তাই বিরাটের অধীনে টেস্টে খেলছেন না রোহিত (Rohit Sharma)। অন্য দিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে (ODIs) সিরিজে রোহিতের ক্যাপ্টেন্সিতে খেলতে নারাজ বিরাট। তাই বিশ্রাম নেওয়ার দোহাই দিতে চলেছেন। চারদিকে যখন তীব্র জল্পনা-কল্পনা, বিরাট তখন পরিষ্কার করে দিলেন অনেক কিছুই। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে পরিষ্কার জানালেন, রোহিতের সঙ্গে তাঁর কোনও বিবাদ নেই। ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরানো নিয়েও মুখ খুললেন কোহলি। আসন্ন প্রোটিয়া সফর নিয়েও উত্তেজনা প্রকাশ পেল ভিকের কথায়। ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য জোহানেসবার্গ উড়ে যাবে ভারতীয় টিম। তার আগে প্রেস কনফারেন্সে ভারতের টেস্ট দলের অধিনায়ক যা বললেন,

দক্ষিণ আফ্রিকায় কোনও প্রস্তুতি ম্যাচ নেই…

বিরাট: আমাদের নেট প্র্যাক্টিসের উপর নির্ভর করতে হবে। পেস ও বাউন্স নিয়ে প্রথমে ব্যাটিং করা হবে চ্যালেঞ্জিং। সুইং সামলানো চ্যালেঞ্জিং হতে পারে। আমরা ম্যাচ প্র্যাক্টিসে এতে ফোকাস করব।

ছুটি নেওয়া নিয়ে…

বিরাট: ওয়ান ডে খেলার জন্য আমি প্রস্তুত। বিসিসিআইয়ের সঙ্গে আমার ছুটি নেওয়া নিয়ে কোনও কথা হয়নি। যা বলা হচ্ছে তা একেবারেই সত্যি নয়। বিশ্রাম নেওয়ার কোনও কথাই বলিনি।

টেস্ট সিরিজে রোহিতের অনুপস্থিতি নিয়ে…

বিরাট: আমদের জন্য এটা একটি বড় ক্ষতি। ওর অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে আমরা ভালো মতোই জানি। ইংল্যান্ডে ও ভালো খেলেছিল এবং সেই ওপেনিং জুটিটা সত্যিই সাহায্য করেছিল। তবে কেএল এবং মায়াঙ্কের জন্য এটি একটি ভালো সুযোগ।

রোহিতের সঙ্গে সম্পর্ক…

বিরাট: আমি গত আড়াই বছরে বেশ কয়েকবার বলেছি, আমাদের কোনও সমস্যা নেই। বারবার এটা নিয়ে ব্যাখ্যা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার কোনও কাজ বা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের ক্ষতি করবে, তা আমি কোনওদিন চাইনি।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য উত্তেজনা…

বিরাট: ভারতের হয়ে খেলার থেকে বেশি অনুপ্রেরণা আর কিছু হতে পারে না। টিমের বাইরে অনেক কিছু ঘটেছে, সেগুলো নিয়ে মাথা ঘামায় না। তবে এই ব্যাপারগুলো দেখার ক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আমি দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলার জন্য এবং দলকে জেতানোর জন্য মুখিয়ে রয়েছি।

টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন…

বিরাট: আমি যে দায়িত্ব পেয়েছি, সেটা সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। নিজের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিয়েছি। নিজের ব্যাটিং সম্পর্কে আমার স্পষ্ট ধারণা, কেউ যখন দীর্ঘ সময় ধরে কিছু একটা করে, তখন সে জানে, কোথায়, কখন তাকে কী করতে হবে। আমি যখন বিসিসিআইকে জানিয়েছিলাম যে, আমি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিতে চাই। আমার এই সিদ্ধান্তটা সত্যিই ভালোভাবে নেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে, এটা একটা প্রগতিশীল পদক্ষেপ। আমি সেই সময় জানিয়েছিলাম, ওয়ান ডে ও টেস্টে নেতৃত্ব চালিয়ে যেতে চাই। আমার তরফ থেকে যা বলার ছিল, সেটা কিন্তু স্পষ্ট করে বলেছিলাম। এটাও জানিয়েছিলাম, নির্বাচকরা যদি মনে না করেন, আমার অন্য ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া উচিত, তবেই সেটা নেব।

সাদা বলের ক্রিকেট নিয়ে ভাবনা…

বিরাট: আমি সাধ্যমতো দলকে সাহায্য করব। আমার দায়িত্ব, দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। রোহিত একজন দক্ষ অধিনায়ক। রাহুল ভাই ও রোহিতের সঙ্গে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমার পূর্ণ সমর্থন থাকবে।