Virat Kohli: ভেজিটেরিয়ান বিরাট কোহলি খেলেন চিকেন টিক্কা? শোরগোল নেটদুনিয়ায়

Vegetarian Virat Kohli's 'Chicken Tikka' Post: সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কোনও জিনিস আজ নিমেষে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সম্প্রতি বিরাট কোহলি তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, মক চিকেন টিক্কা (Mock Chicken Tikka) খেয়েছেন। এর পর থেকে সকলের মনে প্রশ্ন জেগেছে, ভেজিটেরিয়ান হওয়ার পর কী করে বিরাট 'চিকেন টিক্কা' খেলেন?

Virat Kohli: ভেজিটেরিয়ান বিরাট কোহলি খেলেন চিকেন টিক্কা? শোরগোল নেটদুনিয়ায়
Virat Kohli: ভেজিটেরিয়ান বিরাট কোহলি খেলেন চিকেন টিক্কা? শোরগোল নেটদুনিয়ায়

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 13, 2023 | 12:35 PM

নয়াদিল্লি: বছর কয়েক আগে হঠাৎ করেই বিরাট কোহলি (Virat Kohli) নিরামিষভোজী হয়েছিলেন। শরীরের খাতিয়ে প্রিয় বাটার চিকেন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। এ বার ভেজিটেরিয়ান (Vegetarian) বিরাট কোহলি হঠাৎ খেলেন ‘চিকেন টিক্কা’। ব্যস তার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কোনও জিনিস আজ নিমেষে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সম্প্রতি বিরাট কোহলি তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, মক চিকেন টিক্কা (mock chicken tikka) খেয়েছেন। এর পর থেকে সকলের মনে প্রশ্ন জেগেছে, ভেজিটেরিয়ান হওয়ার পর কী করে বিরাট ‘চিকেন টিক্কা’ খেলেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

একটি প্লেটের উপর একটি কাঁটা চামচ, একটি ছুরি তার পাশেই এক টুকরো মক চিকেন চিক্কা… এই ছবিটি ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়ে বিরাট কোহলি লেখেন, ‘@bluetribeofficial তোমরা দারুণ মক চিকেন টিক্কা বানিয়েছো।’

বিরাট কোহলির ইন্সটাগ্রাম স্টোরি।

কোহলি নিজেই অতীতে জানিয়েছিলেন, তিনি আমিষ খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন। যে কারণে হঠাৎ তাঁর ‘মক চিকেন টিক্কা’ খাওয়ার ছবি দেখে অবাক হয়েছেন ভক্তরা। আদতে এই মক চিকেন টিক্কা আসল মাংস দিয়ে তৈরি নয়। তা হলে ওই জিনিসটি আসলে কী? ‘মক চিকেন টিক্কা’-তে আসলে মাংস থাকে না। কিন্তু এই খাবারের স্বাদ হুবহু আসল চিকেন টিক্কার মতো। মক চিকেন টিক্কা হল প্লান্ট বেসড একটি খাবার। ব্লু ট্রাইব বলে একটি কোম্পানি প্লান্ট বেসড বিভিন্ন মাংসের খাবার তৈরি করে। বিরাট কোহলিকে ওই পন্যের প্রচারমুখ হিসেবেও দেখা গিয়েছে।

ব্লু ট্রাইব অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের স্টোরি।

বিরাট কোহলির শেয়ার করা ইন্সটা পোস্টটি ব্লু ট্রাইবের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, তাদের বানানো সমস্ত খাবার ১০০% ভেজিটেরিয়ান। উল্লেখ্য, ২০১৮ সালে ঘাড়ে আঘাত পেয়েছিলেন বিরাট কোহলি। তখন তাঁর সার্ভাইকাল স্পাইন অর্থাৎ মাথা ও ঘাড়ের সংযোগকারী মেরুদণ্ডের অংশে চোট লাগে। সেই যন্ত্রণা বিরাট কোহলির ঘাড় থেকে হাত অবধি নেমে এসেছিল। ওই ব্যাথা থেকে মুক্তি পেতে বিরাট তাঁর ডায়েটে পরিবর্তন করেন।