
সেঞ্চুরিয়ন: বুদ্ধিতে বাজিমাত হয়তো একেই বলে। সেঞ্চুরিয়নে যা দেখালেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রোটিয়াদের প্রথম ইনিংস চলাকালীন যখন উইকেটের খোঁজে ভারত, ঠিক সেই সময় বিরাটের মস্তিষ্কে ফুটে উঠল এক ফন্দি। হঠাৎ করেই স্ট্রাইকিং এন্ডের বেল বদলে ফেলেন বিরাট কোহলি। ব্যস তাতেই বাজিমাত। বিরাটের বেল বদলের অল্প কিছু সময়ের পরই জসপ্রীত বুমরা তুলে নেন জোড়া উইকেট। তারপর থেকে সেঞ্চুরিয়নে বিরাটের বেল বদল নিয়ে চলছে আলোচনা। সোশ্যাল মিডিয়া সাইটে ভাইরাল হয়েছে বিরাট কোহলির বেল বদলের সেই ছবি ও ভিডিয়ো। সেই সঙ্গে বিরাটের এই বেল বদল কাণ্ড দেখে অনেকের মনে পড়েছে ইংল্যান্ডের তারকা স্ট্রুয়ার্ট ব্রডকে। কারণ, তিনি গত অ্যাসেজে এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন।
বিরাট বেল বদল করতেই বাজিমাত বুমরার
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জি এবং ডিন এলগার জুটিতে ভালো খেলছিলেন। ওই জুটি কোনও ভারতীয় বোলার ভাঙতেই পারছিলেন না। ২৮তম ওভারের শেষে বিরাট বেল বদল করেন। তার পরের ওভারেই জসপ্রীত বুমরা তুলে নেন টনি ডি জর্জির উইকেট। ২৮ রান করেন টনি। এরপর ৩০.২ ওভারে ফের উইকেটের দেখা পান বুমরা। সে বার তিনি তুলে নেন কেগান পিটারসনের উইকেট। তারপর ধারাভাষ্যকাররাও বিরাটের বেল বদল নিয়ে আলোচনা করেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Idolo 😭😭pic.twitter.com/yVsOR3kBdr
— TZ𝕏Kraken🇮🇳 (@TZxKRAKEN) December 27, 2023
গত অ্যাসেজের শেষ টেস্টে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড বেল বদল করেছিলেন। মার্ক উডের ওভারে সেই কাণ্ড ঘটান ব্রড। সেই সময় ক্রিজে ছিলেন মার্নাস লাবুশেন। তিনি ব্রডের এই কাণ্ড দেখে হেসেছিলেন। ব্রডের বেল বদলের পরের বলেই আউট হয়ে যান লাবুশেন। সেটি ছিল ব্রডের শেষ টেস্ট। ওই টেস্ট জিতেছিল ইংল্যান্ড। বিরাটও বেল বদল করতেই ভারতকে উইকেট এনে দেন বুমরা। এ বার দেখার ভারত কি ম্যাচ জিতবে? এরই মাঝে মজা করে স্টুয়ার্ট ব্রড একটি ছবি Xএ শেয়ার করে লিখেছেন, ‘বিরাট কোহলি কি সফল হয়েছেন?’
With success @imVkohli ?! https://t.co/yKmPajb2sg
— Stuart Broad (@StuartBroad8) December 27, 2023