AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ, Virat Kohli: বন্ধুর বোলিংয়ে ‘সিম্পল’ ক্যাচ বিরাট কোহলির! তারপরও কেন আলোচনায়?

India vs New Zealand 3rd Test: ভরসা এখন দ্বিতীয় ইনিংস। যদিও ফিল্ডিংয়ে সারাক্ষণই নিজের উপস্থিতির জানান দেন বিরাট কোহলি। ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় দিন এমনই একটা ক্যাচ নিলেন। আর তাতেই নেটিজ়েনদের কমেন্ট, দাগ আচ্ছে হ্যায়!

IND vs NZ, Virat Kohli: বন্ধুর বোলিংয়ে 'সিম্পল' ক্যাচ বিরাট কোহলির! তারপরও কেন আলোচনায়?
Image Credit: PTI
| Updated on: Nov 02, 2024 | 8:04 PM
Share

বিরাট কোহলি সারাক্ষণই আলোচনায় থাকেন। এ আর নতুন কী! তবে গত কয়েক মাস নেতিবাচক কারণেই যেন আলোচনায়। টেস্টে ধারাবাহিক রান নেই। একটা হাফসেঞ্চুরি এসেছিল। শেষ সেঞ্চুরি বছরখানেক আগে। বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে যে মান সেট করেছেন তাতে এই পারফরম্যান্স অস্বস্তিরই। মুম্বই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪ রানেই ফেরেন। আরও একবার সমালোচনা শুরু। ভরসা এখন দ্বিতীয় ইনিংস। যদিও ফিল্ডিংয়ে সারাক্ষণই নিজের উপস্থিতির জানান দেন বিরাট কোহলি। ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় দিন এমনই একটা ক্যাচ নিলেন। আর তাতেই নেটিজ়েনদের কমেন্ট, দাগ আচ্ছে হ্যায়!

অনূর্ধ্ব ১৯ জাতীয় দল থেকে রবীন্দ্র জাডেজার সঙ্গে খেলছেন বিরাট কোহলি। স্বপ্ন ছিল একসঙ্গে সিনিয়র স্তরে বিশ্বকাপ জেতার। ওয়ান ডে ফরম্যাটে তা হয়নি। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের সদস্য বিরাট কোহলি। সেই টিমে অবশ্য ছিলেন না জাড্ডু। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে সুযোগ এসেছিল একসঙ্গে জেতার। ফাইনালে হার। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে একসঙ্গে চ্যাম্পিয়নের খেতাব। ওয়াংখেড়েতে বন্ধু জাডেজার বোলিংয়েই অনবদ্য একটা ক্যাচ নিলেন বিরাট কোহলি। যদিও কোহলির ক্ষেত্রে ক্যাচ দেখে মনে হয়েছে খুবই সহজ।

কভারের ফিল্ডাররা যে পজিশনে দাঁড়ান, তার থেকে বেশ কিছুটা ক্লোজ ছিলেন বিরাট কোহলি। কিউয়ি লেগ স্পিনার ঈশ সোধী ড্রাইভ চেক দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। কিছুক্ষণের জন্য হাওয়ায় বল। সামনে ডাইভ দিয়ে প্রশংসনীয় ক্যাচ বিরাটের। পাশাপাশি অনেক পিচ। তারই একটিতে পড়ায় জার্সিতে ধুলো লাগে বিরাটের। জাডেজার সঙ্গে সেলিব্রেশনের পাশাপাশি দাগ লেগে থাকা জার্সির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্যাচের জন্যও অনেকে বলছেন, দাগ আচ্ছে হ্যায়!