Virat Kohli: ২০১১ বিশ্বকাপ থেকে ২০২৩… ১২ বছরে কতটা বদলে গিয়েছেন বিরাট কোহলি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 10, 2023 | 7:54 PM

ICC World Cup: গত ১২ বছরে কোহলির মধ্যে যে 'বিরাট' পরিবর্তন হয়েছে তা খোদ জানিয়েছেন তিনি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২০১৯ সালের বিশ্বকাপে কোহলি ক্যাপ্টেন হিসেবে খেলেছিলেন। কিন্তু ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি।

Virat Kohli: ২০১১ বিশ্বকাপ থেকে ২০২৩... ১২ বছরে কতটা বদলে গিয়েছেন বিরাট কোহলি?
২০১১ বিশ্বকাপ থেকে ২০২৩... ১২ বছরে কতটা বদলে গিয়েছেন বিরাট কোহলি?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটে বর্তমানের সেরা ক্রিকেটারের কথা উঠলেই আসে বিরাট কোহলির (Virat Kohli) নাম। কিং কোহলি এই নিয়ে তৃতীয় ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) খেলছেন। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে যখন বিরাটের ডেবিউ হয়েছিল, সেই সময় ভারত দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১২ বছর। ২০১৯ সালের বিশ্বকাপে কোহলি ক্যাপ্টেন হিসেবে খেলেছিলেন। কিন্তু ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি। ২০১১ থেকে ২০২৩ এর বিশ্বকাপ ধরলে এই সময়ের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে কোহলির। সে কথা নিজেই তুলে ধরেছেন বিরাট। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে অজানা দিক জানিয়েছেন কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গত ১২ বছরে কোহলির মধ্যে যে ‘বিরাট’ পরিবর্তন হয়েছে তা খোদ জানিয়েছেন তিনি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই প্রশ্নোত্তর পর্বে কোহলিকে প্রথম প্রশ্ন করা হয়েছিল তাঁর ওজন নিয়ে। যার জবাবে তিনি জানান, ২০১১ সালে তাঁর ওজন ছিল ৮০ কেজি আর এখন ৭৫ কেজি। এরপর ডায়েট প্ল্যান নিয়ে কোহলিকে এক প্রশ্ন করা হয়েছিল। তাতে কোহলি একটি মজার উত্তর দিয়ে বলেন, ২০১১ সালে তার কোনও ডায়েট প্ল্যানই ছিল না, তিনি যা খুশি খাবার খেতেন। কিন্তু এখন তাঁর খাদ্যাভ্যাস অনেক সুশৃঙ্খল।

কোহলিকে তৃতীয় প্রশ্নে জানতে চাওয়া হয় তাঁর প্রিয় গায়ক সম্পর্কে। যার জবাবে তিনি জানান, ২০১১ সালে তাঁর বিশেষ কোনও প্রিয় গায়ক ছিল না। অনেকের গানই তিনি শুনতেন। তবে বর্তমানে তাঁর প্রিয় গায়ক অরিজিৎ সিং। বিরাটের কাছে চতুর্থ প্রশ্ন রাখা হয় যে ২০১১ সালে তাঁর প্রিয় সিনেমা কী ছিল এবং এখন তাঁর প্রিয় সিনেমা কোনটি। কেটে গিয়েছে ১২ বছর। কিন্তু তাতে কোনও পরিবর্তন আসেনি । ২০১১ সালে কোহলির প্রিয় সিনেমা ছিল ‘রকি ৪’ এবং তা এখনও একই রয়ে গেছে। রকি-৪ একটি আমেরিকান স্পোর্টস ড্রামা ফিল্ম।

প্রিয় টাইম পাস সম্পর্কিত পরবর্তী প্রশ্নের উত্তরে কোহলি বলেন যে ২০১১ সালে, তিনি সময় কাটানোর জন্য অনেক এলোমেলো কাজ করতেন। কিন্তু এখন সময় কাটানোর জন্য তিনি বই পড়েন বা ভালো ও উদ্দেশ্যমূলক কিছু করেন। ফাদারহুড নিয়ে বিরাটের তখন-এখনের চিন্তার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০১১ সালে এই নিয়ে কোনও চিন্তা ছিল না। তবে এখন ফাদারহুড তাঁর কাছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ২০১১ সালে ও বর্তমানে কেরিয়ারের লক্ষ্য কী কোহলির? এই প্রশ্নের উত্তরে, কোহলি মজার উত্তর দিয়েছেন। তিনি বলেন ২০১১ সালেও এই নিয়ে তাঁর কোনও ধারণা ছিল না এবং এখনও তাঁর কোনও ধারণা নেই।

 

Next Article