Virender Sehwag : সেওয়াগের সম্ভাব্য বিশ্বকাপ জয়ী দলের মধ্যে রয়েছে পাকিস্তান!

Cricket World Cup 2023 : ওডিআই বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট টিমকে বেছে নিলেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।

Virender Sehwag : সেওয়াগের সম্ভাব্য বিশ্বকাপ জয়ী দলের মধ্যে রয়েছে পাকিস্তান!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 11:47 AM

কলকাতা : ১০ দলের ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023)। বাকি ছয়টি দলকে পিছনে ফেলে কোন চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে? দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট টিম বেছে নিচ্ছেন। প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগও বেছে নিলেন শেষ চারের দলগুলিকে। স্বাভাবিকভাবেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ভারতীয় দলকে এগিয়ে রেখেছেন তিনি। একইসঙ্গে বীরু (Virender Sehwag) বলছেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমগুলিও বিশ্বকাপ জয়ের জোর দাবিদার। তালিকা থেকে পাকিস্তানকেও বাদ রাখছেন না তিনি। ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের সামর্থ্য কাদের মধ্যে দেখছেন বীরু? তাঁর বেছে নেওয়া চার সেমিফাইনালিস্ট দল কী কী? বিস্তারিত রইল TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

২০১১ সালে শেষবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। যদিও সে বার যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বপ্নের ফাইনাল ম্যাচ জিতে ২৮ বছর পর বিশ্বকাপ ফিরেছিল ভারতের ঘরে। এক যুগ বাদে ফের একবার দেশের মাটিতে বিশ্বকাপ। এই প্রথম বার এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে বিসিসিআই। ঘরের মাঠের সুবিধের জন্য ভারতীয় দলকে এগিয়ে রাখছেন ক্রিকেট পন্ডিতরা। বীরেন্দ্র সেওয়াগও তার ব্যতিক্রম নন। চলতি বছরের নভেম্বরে বিশ্বকাপ জিতে আইসিসি ট্রফির খরা কাটাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আশায় বুক বেঁধেছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার। একইসঙ্গে ভারতে বিশ্বকাপ জয়ের সামর্থ্য দেখছেন আরও কয়েকটি দলের।

চার সেমিফাইনালিস্টকে বেছে নিয়েছেন বীরু। ভারত ছাড়া রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। ইংল্যান্ড টিম হল গতবারের চ্যাম্পিয়ন। খেতাব ধরে রাখার জোর প্রচেষ্টা চালাবে তারা। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বরাবরই ফেভারিট। আর উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় বাবর আজমের দলকে বাইরে রাখতে পারলেন না। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নজরকাড়া। উপমহাদেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও ভালো পারফর্ম করবে বলে ধারণা সেওয়াগের।