Virat Kohli : ‘বিরাটের জন্য বিশ্বকাপ জিতুক ভারত’, টিম ইন্ডিয়ার কাছে এটাই চাইছেন বীরেন্দ্র সেওয়াগ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 28, 2023 | 12:02 AM

Virender Sehwag : ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ বলেন, যে ভাবে ২০১১ সালে ভারত সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া ছিল, সেটাই এ বার ভারতীয় দল করুক বিরাট কোহলির জন্য।

Virat Kohli : বিরাটের জন্য বিশ্বকাপ জিতুক ভারত, টিম ইন্ডিয়ার কাছে এটাই চাইছেন বীরেন্দ্র সেওয়াগ
Virat Kohli : 'বিরাটের জন্য বিশ্বকাপ জিতুক ভারত', টিম ইন্ডিয়ার কাছে এটাই চাইছেন বীরেন্দ্র সেওয়াগ

Follow Us

মুম্বই : ভারতের দ্বিতীয় বিশ্বকাপ (Cricket World Cup) জয়ের সময় তিনি ছিলেন দলের তরুণ ক্রিকেটার। চনমনে একটা ছেলে ২০১১ সালে বিশ্বকাপের মেগা ফাইনালে ৪৯ বলে গুরুত্বপূর্ণ ৩৫ রান করেছিল। ওই তরুণ ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এখন তাঁর ৩৪ বছর বয়স। কিন্তু এখনও সব সময় ফুরফুরেই থাকেন বিরাট। পরের বিশ্বকাপে কোহলির বয়স হবে প্রায় ৩৮ বছর। তিনি হয়তো সে বার খেলবেন না। ফলে বিশ্বকাপের ওই সোনালি ট্রফিটি আরও একটা ছুঁয়ে দেখতে চান বিরাট। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও (Virender Sehwag) মনে করেন, টিম ইন্ডিয়া এ বার বিশ্বকাপটা জিতুক বিরাট কোহলির জন্য। আসলে বীরু উল্লেখ করেছেন, যে ভাবে ২০১১ সালে ভারত সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া ছিল, সেটাই এ বার ভারতীয় দল করুক বিরাট কোহলির জন্য। আর কী বললেন নজফগড়ের নবাব? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০১১ সালে সচিনের জন্য যা করেছিল ভারতীয় দল এ বার সেটাই করুক বিরাটের জন্য : বীরেন্দ্র সেওয়াগ

ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগ বলেন, ‘আমরা ২০১১ সালের বিশ্বকাপ সচিন তেন্ডুলকরের জন্য খেলেছিলাম। আমরা যদি বিশ্বকাপটা জিততাম তা হলে সচিন পাজির জন্য একটা বিশেষ ব্যাপার হত। আমরা সেটা করে দেখিয়েছিলাম। বিরাট কোহলিও এখন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সকলেই ওর জন্য এ বারের বিশ্বকাপটা জিততে চাইবে। আর ও সব সময় নিজের ১০০ শতাংশেরও বেশি উজাড় করে দেওয়ার চেষ্টা করবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিরাট কোহলিও আসন্ন বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছে। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লক্ষ দর্শক ওকে দেখবে। বিরাট জানে ওই স্টেডিয়ামের পিচ কেমন আচরণ করবে। আমি নিশ্চিত বিরাট এ বারের বিশ্বকাপে অনেক রান করবে এবং টিম ইন্ডিয়ার হয়ে বিশ্বকাপ জেতার জন্য ও নিজের সেরাটা উজাড় করে দেবে।’

বীরেন্দ্র সেওয়াগের মতে, সব সময় তরুণ ক্রিকেটারদের উচিত বিরাট কোহলিকে দেখে শেখা। এমনকি বীরু নিজের সন্তানদেরও বলেন বিরাট কোহলিকে দেখে শেখার জন্য। বীরুর কথায়, আসলে বিরাট কখনওই তাঁর উইকেট সহজে ছুড়ে দেন না এবং শেষ পর্যন্ত খেলেন।

২৮ বছর অপেক্ষা করার পর ২০১১ সালে ভারতের মুঠোয় এসেছিল দ্বিতীয় বিশ্বকাপ। সে বার কোটি কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সচিন তেন্ডুলকরকে তৃপ্ত দেখাচ্ছিল। বিরাট কোহলি, ইউসুফ পাঠানোর মতো ক্রিকেটাররা সচিন তেন্ডুলকরকে কাঁধে চাপিয়ে মাঠ প্রদক্ষিণ করেছিলেন। যে দৃশ্য আজও ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে গাঁথা।

 

Next Article