Virender Sehwag: ‘এক দশকেরও বেশি বিশ্ব ক্রিকেটে রাজ করবে,’ দুই তরুণই বাজি সেওয়াগের
India vs England Test Series: হায়দরাবাদ টেস্টে ভারত মাত্র ২৮ রানে হেরেছিল। প্রথম ইনিংসে ৭৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে দাগ কাটতে পারেননি। বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি যশস্বীর ব্যাটে। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি শুভমন গিলের। কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তাঁর। যদিও গত ১০-১২ ইনিংস একেবারেই স্বস্তিতে ছিলেন না শুভমন।

কলকাতা: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে নানা প্রসঙ্গেই উঠে আসছে বীরেন্দ্র সেওয়াগের কথা। কমেন্ট্রি বক্সে কখনও কেভিন পিটারসন, দীনেশ কার্তিক, কখনও হর্ষ ভোগলে। প্রত্যেকেই নানা উদাহরণে টানছেন সেওয়াগকে। যশস্বী ছয় মেরে সেঞ্চুরিতে পৌঁছনোতেও সেওয়াগ প্রসঙ্গ উঠেছিল। এমন ব্যাটিং বীরুর থেকেই দেখা যেত। বাউন্ডারি মেরে ইনিংস শুরু করা, ৬ মেরে ট্রিপল সেঞ্চুরি! বিশ্বের তথাকথিত বিধ্বংসী পেসাররাও সেওয়াগ আতঙ্কে ভুগতেন। সেই বীরেন্দ্র সেওয়াগের বিরাট ভবিষ্যদ্বাণী। ভারতের দুই তরুণ ব্য়াটারকে নিয়ে বলছেন, আগামীতে বিশ্ব ক্রিকেটে রাজ করবে এই দু-জন! কী বলছেন বীরু? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হায়দরাবাদ টেস্টে ভারত মাত্র ২৮ রানে হেরেছিল। প্রথম ইনিংসে ৭৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে দাগ কাটতে পারেননি। বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি যশস্বীর ব্যাটে। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি শুভমন গিলের। কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তাঁর। যদিও গত ১০-১২ ইনিংস একেবারেই স্বস্তিতে ছিলেন না শুভমন। বিশেষ করে তিন নম্বরে ব্যাটিংয়ে আসার পর থেকে। অবশেষে স্বস্তির সেঞ্চুরি। আগামী এক দশক বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন যশস্বী-শুভমন!
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, ‘দুই তরুণ ব্যাটারকে দেখে ভালো লাগছে। দু-জনের বয়স ২৫-এর নীচে। কঠিন পরিস্থিতিতে উঠে দাঁড়াচ্ছে। আগামী এক দশকেরও বেশি সময় বিশ্ব ক্রিকেটকে শাসন করবে এই দুই তরুণ ব্যাটার।’ কোন দু-জন তা অবশ্য বুঝতে অসুবিধা হয় না। বীরু দু-জনের ছবি দিয়েই এই পোস্ট করেছেন। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এমন অনেক ইনিংসই দেখা যাবে যশস্বী, শুভমনের ব্য়াটে, সেই প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা।





