Vitality Blast 2023: ম্যাট হেনরির চার, চোখ ধাঁধানো জোড়া ক্যাচ; চ্যাম্পিয়ন সমারসেট
Vitality Blast T20-Somerset: সমারসেটের জয় তখনও নিশ্চিত নয়। ১৯তম ওভারে স্পেলের শেষ ওভার করতে আসেন ম্যাট হেনরি। তৃতীয় ডেলিভারিতে টম কোহলার ক্যাডমোরের বাঁ হাতে অনবদ্য ক্যাচ। ড্যানিয়েল স্যামস শেষ উইকেট হিসেবে ফিরতেই চ্যাম্পিয়ন সমারসেট।
ম্যাট হেনরির অনবদ্য বোলিং, তাক লাগিয়ে দেওয়া দুটি ক্যাচ। ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সমারসেট। ফাইনাল ডে-তে বাধ সাধল বৃষ্টি। তবে ফাইনাল ম্যাচে অবশ্য বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। রুদ্ধশ্বাস একটা ফাইনাল হতে পারতো। মাত্র ১৪৫ রানের পুঁজি নিয়েও কিউয়ি পেসার ম্যাট হেনরির বোলিং এসেক্সকে প্রবল চাপে ফেলে। ড্যানিয়েল স্যামস শেষ অবধি লড়াই করলেন। যদিও ম্যাট হেনরির কাছে হার মানতে হল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফাইনালস ডে। দিনের প্রথম সেমিফাইনালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হ্যাম্পশায়ারকে ছিটকে দেয় এসেক্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান করেছিল হ্যাম্পশায়ার। বৃষ্টিতে ধাক্কা খায় তারা। ১২ ওভারে এসেক্সের লক্ষ্য দাঁড়ায় ১১৫ রান। ১১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় এসেক্স। দ্বিতীয় সেমিফাইনালে সারেকে বিদায় করে সমারসেট। প্রথমে ব্যাট করে ১৯ ওভারের ম্যাচে সমারসেট মাত্র ১৪২ রান করেছিল। তাদের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি সারে ব্যাটিং বিভাগ। ১৬.৫ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট সারে। ক্রেগ ওভার্টন, ম্যাট হেনরি, বেন গ্রিন ৩টি করে উইকেট নেন। বাকি একটি উইকেট ঈশ সোধির ঝুলিতে।
হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় সমারসেট ও এসেক্স। প্রথমে ব্যাট করে সমারসেট। বোর্ডে মাত্র ১৪৫ রান। সমারসেটের হয়ে শন ডিকসন সর্বাধিক ৫৩ রান করেন। এই রান নিয়েও জেতা সম্ভব, উপলব্ধি করতে খুব বেশি সময় লাগেনি। এর জন্য অনেক বেশি কৃতিত্ব প্রাপ্য কিউয়ি পেসার ম্যাট হেনরির। তাঁকে সহযোগিতা করেন নিউজিল্যান্ডের আর এক প্লেয়ার লেগ স্পিনার ঈশ সোধি।
ফাইনালে ১৪৫ রানের পুঁজি নিয়েও নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে সমারসেট। ক্রমশ একতরফা ম্যাচে পরিণত হচ্ছিল ফাইনাল। তবে শেষ দিকে অনবদ্য লড়াই অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসের। ১১৭ রানে নবম উইকেট হারিয়েছিল এসেক্স। ক্রিজে স্যামস থাকায় সমারসেটের জয় তখনও নিশ্চিত নয়। ১৯তম ওভারে স্পেলের শেষ ওভার করতে আসেন ম্যাট হেনরি। তৃতীয় ডেলিভারিতে টম কোহলার ক্যাডমোরের বাঁ হাতে অনবদ্য ক্যাচ। ড্যানিয়েল স্যামস শেষ উইকেট হিসেবে ফিরতেই চ্যাম্পিয়ন সমারসেট। ১৩১ রানে ইতি এসেক্সের। ৩.৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট ম্যাট হেনরির। ঈশ সোধি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট। ১৪ রানের জয় সমারসেটের। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বার কোনও দল সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিপক্ষকে অলআউট করে চ্যাম্পিয়ন।
Utterly brilliant from Tom Kohler-Cadmore ?
Watch all the angles of his sensational piece of fielding ?#Blast23 #FinalsDay @SomersetCCC https://t.co/30qGgHjIAP pic.twitter.com/nMTWVnKRun
— Vitality Blast (@VitalityBlast) July 15, 2023
টম কোহলার ক্যাডমোরে ছাড়াও নজর কাড়ল আরও একটা ক্যাচ। ম্যাট হেনরির বোলিংয়ে পয়েন্টে দুর্দান্ত ক্যাচে অ্যাডাম রোসিংটনকে ফেরান কেসি অ্যালড্রিজ। টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ অ্যালড্রিজের।