AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BENGAL CRICKET : ফের ইডেনে ভিভিএস লক্ষ্মণ

চলতি সপ্তাহে প্রায় পুরোটাই লক্ষ্ণণের ক্লাসে থাকবেন বাংলার ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের পর হেড কোচ অরুণ লাল ও স্পিন বোলিং কোচ উৎপল চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সারেন লক্ষ্মণ।

BENGAL CRICKET : ফের ইডেনে ভিভিএস লক্ষ্মণ
লক্ষ্মণের ক্লাসে বাংলার ক্রিকেটাররা
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 10:12 PM
Share

কলকাতাঃ আইপিএল শেষ হলেই ভরা ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হয়ে যাবে।প্রথমে সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্ট। তারপরেই বিজয় হাজারে ট্রফি। আর ২০২২ সালের শুরুতেই রঞ্জি ট্রফি। ঠাসা সূচি প্রকাশিত করেছে বিসিসিআই। মাসখানেক হতে চলল রঞ্জি ফাইনালিস্ট বাংলা দল অনুশীলন শুরু করেছে। ইডেনের ইন্ডোরেই চলছে বাংলার সিনিয়র দলের অনুশীলন।

সোমবার থেকেই বাংলা দলের অনুশীলনে যোগ দিলেন মেন্টর ভিভিএস লক্ষ্মণ। ঝাঁচকচকে ইন্ডোরে লক্ষ্মণ এদিন মূলত ব্যস্ত থাকেন ব্যাটসম্যানদের নিয়ে। থ্রো ডাউন অনুশীলনের পর মনোজদের সঙ্গে আলাদা ক্লাস নেন লক্ষ্মণ। মরসুম শুরুর আগে লক্ষ্মণের ক্লাস যে কতটা গুরুত্বপূর্ণ, তা গত রঞ্জিতে বুঝেছে বাংলা।

vvs-laxman-joined-in-bengal-cricket-practice

থ্রো ডাউন অনুশীলনে লক্ষ্মণ

চলতি সপ্তাহে প্রায় পুরোটাই লক্ষ্ণণের ক্লাসে থাকবেন বাংলার ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের পর হেড কোচ অরুণ লাল ও স্পিন বোলিং কোচ উৎপল চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সারেন লক্ষ্মণ। হাজির ছিলেন বাংলার কোচিং স্টাফের নবতম সদস্য বোলিং কোচ শিবশঙ্কর পালও।

vvs-laxman-joined-in-bengal-cricket-practice

বাংলা অনুশীলনে মনোজ-শ্রীবৎস

চলতি মরসুমে একঝাঁক কোচিং স্টাফ পরিবর্তন করেছে বাংলা। বঙ্গ ক্রিকেটের বিভিন্ন বয়সভিত্তিক দলে কোচ হিসেবে যোগ দিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল, দেবাং গান্ধীরা। নতুন কোচিং স্টাফের তত্ত্বাবধানে বাংলার বিভিন্ন দলগুলি কেমন পারফর্ম করে, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেটমহল।