AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: এশিয়া কাপে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণই

রবিবার প্রথম পরীক্ষা পাকিস্তানের বিরুদ্ধে।

Indian Cricket: এশিয়া কাপে ভারতের কোচ ভিভিএস লক্ষ্মণই
Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Aug 24, 2022 | 9:43 PM
Share

দুবাই : নিয়মিত কোচ রাহুল দ্রাবিড়ের কোভিড। তাঁর সুস্থ হতে সময় লাগবে। শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ। দ্রাবিড়ের জায়গায় এশিয়া কাপে অন্তর্বর্তীকালীন কোচ করা হল ভিভিএস লক্ষ্ণণকে। জিম্বাবোয়ে সফরে বিরতি নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর লক্ষ্য ছিল আগে ভাগে দল নিয়ে যাবেন। আরব আমিরশাহিতে দ্রুত প্রস্তুতি শুরু করবেন। কোভিড আক্রান্ত হওয়ায় তাঁর পরিকল্পনায় ধাক্কা লাগে। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের দায়িত্বে ছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্ণণকে। ৩-০ সিরিজ জিতেছে ভারত। এশিয়া কাপেও তাঁর কোচিংয়েই খেলবে ভারত। রবিবার প্রথম পরীক্ষা পাকিস্তানের বিরুদ্ধে।

ভারতীয় বোর্ডের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হেড কোচ রাহুল দ্রাবিড় আইসোলেশনে। নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর বিসিসিআই মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করবেন দ্রাবিড়। সবুজ সংকেত পেলে আরব আমিরশাহিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন রাহুল দ্রাবিড়। বুধবার দুবাইতে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করল ভারত। জিম্বাবোয়ে সফর থেকে দুবাইতে পৌঁছে গিয়েছেন ভিভিএস লক্ষ্ণণ। এশিয়া কাপের স্কোয়াডের দুই সদস্য সহ অধিনায়ক লোকেশ রাহুল, দীপক হুডার পাশাপাশি আবেশ খানকেও দুবাই পাঠানো হয়েছে।

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম প্রস্তুতিতেই খোশমেজাজে বিরাট কোহলি। প্রস্তুতির আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির বেশ কয়েকটি মাঠ রয়েছে। সব কটিই পাশাপাশি। বাকি ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েই যায়। ভারতীয় ক্রিকেটাররা প্রস্তুতিতে নামার আগে আফগানিস্তান এবং পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে দেখা হল। মহম্মদ নবি, রশিদ খানদের সঙ্গে আলিঙ্গন করেন যুজবেন্দ্র চাহাল। এশিয়া কাপে দুই লেগ স্পিনার রশিদ-চাহালের লড়াই জমে উঠতে পারে। কথা হয় বিরাট কোহলি-রশিদ খানেরও। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দেখেই হাসিমুখে হাত মেলাতে এগিয়ে গেলেন বিরাট কোহলি। ক্রিকেট মাঠে এই দু’জনকে নিয়ে তুলনার শেষ নেই। রবিবার ফের টক্কর হবে। ম্যাচের বাইরে তাদের বন্ধুত্ব অমলীন।

বিরাট কোহলি কবে ফর্মে ফিরবেন, বিশ্ব ক্রিকেটে আলোচনায় সেটাই। দীর্ঘ তিন বছর শতরান নেই। ইংল্যান্ড সফরও হতাশার গিয়েছে। প্রস্তুতিতে অনবদ্য দেখাচ্ছে, ম্যাচে উলাটপূরাণ। ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্রামে ছিলেন বিরাট। মাঝে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে সফরে গিয়েছিল ভারতীয় দল। এশিয়া কাপের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট। অনুশীলনে সবার আগে নেটে দেখা গেল বিরাট কোহলিকেই। স্পিনারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক কোহলি। ম্যাচেও কি তার ছাপ দেখা যাবে?