VVS Laxman: ভারতীয় দলের হেড কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 30, 2023 | 5:05 PM

Asian Games 2023 : ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু ৮ অক্টোবর। সেপ্টেম্বরের ২৩ তারিখ শুরু হচ্ছে এশিয়ান গেমস।

VVS Laxman: ভারতীয় দলের হেড কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ
Image Credit source: twitter

Follow Us

বেঙ্গালুরু: সামনেই এশিয়ান গেমস। রয়েছে ক্রিকেটও। প্রাথমিত ভাবে দল পাঠানোর ভাবনা ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। যদিও সিদ্ধান্ত বদলেছে। তরুণ ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে এশিয়ান গেমসে দল পাঠানো হচ্ছে। ভারতীয় ক্রিকেটে এখন ঠাসা ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন রোহিতরা। তারপর থাকছে আয়ার্ল্যান্ড সফর। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। সিনিয়র দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের পরিবর্তে তাই এশিয়ান গেমসে দায়িত্ব দেওয়া হতে পারে ভিভিএস লক্ষ্মণকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। চিনের শহর হাংঝৌতে হবে এ বারের এশিয়ান গেমস। মূলত তরুণ দলই পাঠাবে ভারত। তবে ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে পাঠানো হতে পারে শিখর ধাওয়ানকেও। যাতে মূল স্কোয়াডের কেউ চোট পেলে ব্যাক আপ তৈরি থাকে। ধাওয়ানকে নেতৃত্বও দেওয়া হতে পারে এশিয়ান গেমসে। তেমনই কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে ভিভিএস লক্ষ্মণকে।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ এর আগেও সিনিয়র দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। এর আগে আয়ার্ল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টি-টোয়েন্টে দলের কোচ করা হয়েছিল ভিভিএসকে। ওডিআই বিশ্বকাপের পরই চুক্তি শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। ফলে এশিয়ান গেমসে সোনার পদক জিততে পারলে ভিভিএস লক্ষ্মণের কাছে বড় সুযোগ আসতে পারে।

অতীতে রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। সে সময় যুব দলের কোচ এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের সিনিয়র দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। সিনিয়র দল ইংল্যান্ড সফরে গিয়েছিল। একই সময় শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতের আর একটি দল। শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়েছিল এবং রাহুল দ্রাবিড় ছিলেন হেড কোচ। পরবর্তীতে জাতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। ভিভিএসের ক্ষেত্রেও এমনটা ঘটবে কীনা, বোঝা যাবে এশিয়ান গেমসে টিমের পারফরম্যান্স এবং ওডিআই বিশ্বকাপের পরই।

Next Article