Asian Games 2023 : সোনা জেতাবে ঋতুরাজ-লক্ষ্মণ জুটি? এশিয়াডে ভারতের হেড কোচ ভিভিএস

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 27, 2023 | 12:48 PM

এশিয়ান গেমসে জাতীয় দলের কোচ হিসেবে চিন যাচ্ছেন ভিভিএস। চিনের হাংঝাউয়ে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়া গেমস।

Asian Games 2023 : সোনা জেতাবে ঋতুরাজ-লক্ষ্মণ জুটি? এশিয়াডে ভারতের হেড কোচ ভিভিএস

Follow Us

কলকাতা : জল্পনা থাকলেও শেষ পর্যন্ত আয়ার্ল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যাননি ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। তবে এশিয়ান গেমসে (Asian Games 2023) জাতীয় দলের কোচ হিসেবে চিন যাচ্ছেন ভিভিএস। চিনের হাংঝাউয়ে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়া গেমস। সেখানে ভারতের পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে যাচ্ছেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। ছেলেদের পাশাপাশি এশিয়াডে মহিলা ক্রিকেট টিমও পাঠাচ্ছে বিসিসিআই। হরমনপ্রীত কৌরদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যাচ্ছেন প্রাক্তন অলরাউন্ডার হৃষিকেশ কানিতকর। লক্ষ্মণ ছাড়া এশিয়াডে ঋতুরাজদের বোলিং কোচ হিসেবে থাকবেন সাইরাজ বাহুতুলে এবং ফিল্ডিং কোচ হয়ে যাচ্ছেন মুনিশ বালি। বিস্তারিত জেনে নিন TV9  Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের সিনিয়র ক্রিকেট টিম এখন এশিয়া কাপের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের পর বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপ চলাকালীন চিনে এশিয়ান গেমসে খেলবে তরুণদের নিয়ে গড়া মেন ইন ব্লু টিম। যার নেতৃত্বে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। বিশ্বকাপের জন্য এশিয়াডে যেমন থাকছেন না ক্যাপ্টেন রোহিত শর্মা তেমনই থাকবেন না কোচ রাহুল দ্রাবিড়। তাঁর অনুপস্থিতিতে ঋতুরাজদের হেড কোচ হিসেবে হাংঝাউয়ে যাবেন ভারতের ব্যাটিং কিংবদন্তি ও বর্তমানে এসিএ-র প্রধান ভিভিএস লক্ষ্মণ। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ম্যাচগুলি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। তবে আইসিসি ব়্যাঙ্কিংয়ের কারণে ২৬ সেপ্টেম্বর থেকে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে ভারতের মহিলা টিম অভিযান শুরু করবে। ছেলেদের ইভেন্ট শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। ফাইনাল হবে ৭ অক্টোবর। যার একদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। এশিয়াডে পুরুষদের ক্রিকেটে ১৫ এবং মহিলাদের বিভাগে ৯টি দল অংশগ্রহণ করবে।

এশিয়াডে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের হেড কোচ হিসেবে থাকবেন হৃষিকেশ কানিতকর। সাপোর্ট স্টাফ হিসেবে যাচ্ছেন রাজীব দত্ত এবং শুভদীপ ঘোষ। বোলিং কোচ হিসেবে যাচ্ছেন রাজীব। শুভদীপ ঘোষ ফিল্ডিং কোচ।

Next Article