ভুল করে ক্যাপ্টেন… প্রকাশ্যে জামাইকে নিয়ে রসিকতা, কেন এমন করলেন সিনিয়র আফ্রিদি?

Pakistan Cricket: বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট টিমের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। তারপর শান মাসুদের হাতে তুলে দেওয়া হয় পাকিস্তানের টেস্ট টিমের দায়িত্ব। আর পাক তরুণ বোলার শাহিন শাহ আফ্রিদির হাতে টিম ম্যানেজমেন্ট তুলে দেয় টি-২০ ফর্ম্যাটের দায়িত্ব। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অবশ্য শাহিন আফ্রিদিকে নয় অন্য এক পাক তারকাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলেন শাহিদ আফ্রিদি। কে তিনি?

ভুল করে ক্যাপ্টেন... প্রকাশ্যে জামাইকে নিয়ে রসিকতা, কেন এমন করলেন সিনিয়র আফ্রিদি?
ভুল করে ক্যাপ্টেন... প্রকাশ্যে জামাইকে নিয়ে রসিকতা, কেন এমন করলেন সিনিয়র আফ্রিদি?

Jan 01, 2024 | 4:42 PM

করাচি: ‘ভুল করেই শাহিন ক্যাপ্টেন হয়েছে…’, কথাগুলো যখন বলছিলেন সিনিয়র আফ্রিদি সেই সময় সামনেই ছিলেন জামাই আফ্রিদি। হঠাৎ প্রকাশ্যে জামাই শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) নিয়ে শ্বশুর শাহিদ আফ্রিদির (Shahid Afridi) এমন রসিকতা কেন? আসলে ভারতের মাটিতে ২০২৩ সালে হওয়া ওডিআই বিশ্বকাপের পর পাক টিমে একাধিক পরিবর্তন এসেছে। বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট টিমের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। তারপর শান মাসুদের হাতে তুলে দেওয়া হয় পাকিস্তানের টেস্ট টিমের দায়িত্ব। আর পাক তরুণ বোলার শাহিন শাহ আফ্রিদির হাতে টিম ম্যানেজমেন্ট তুলে দেয় টি-২০ ফর্ম্যাটের দায়িত্ব। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অবশ্য শাহিন আফ্রিদিকে নয় অন্য এক পাক তারকাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলেন শাহিদ আফ্রিদি। কে তিনি?

শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের টি-২০ ক্যাপ্টেন হওয়ার পর গুঞ্জন শোনা গিয়েছিল, তাঁর নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পেছনে অবদান রয়েছে শাহিদ আফ্রিদির। পাক কিংবদন্তি আফ্রিদি অবশ্য তখনই পরিষ্কার জানিয়েছিলেন, তিনি শাহিন আফ্রিদির জায়গায় মহম্মদ রিজওয়ানকে পাকিস্তানের টি-২০ ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলেন। শান মাসুদ পাক টিমের টেস্ট ক্যাপ্টেন হিসেবে যাত্রা শুরু করলেও টি-২০ নেতা হিসেবে শাহিন আফ্রিদি এখনও পারফর্ম করেননি।

শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ রিজওয়ান উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে শাহিদ আফ্রিদি বলেন, ‘মহম্মদ রিজওয়ান কঠোর পরিশ্রমী। খেলার প্রতি ও খুব ফোকাসড। ওর সকল দক্ষতার মধ্যে আমার যেটা অত্যন্ত পছন্দের তা হল ওর নিজের খেলার প্রতি ফোকাস এবং সেইসঙ্গে অন্যদিকে কে কী করছে সেদিকে মনোযোগ না দেওয়া। ও একজন প্রকৃত যোদ্ধা। আমি ওকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দেখতে চাই। কিন্তু ভুল করে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করে দেওয়া হয়েছে।’ শাহিদ আফ্রিদির এই কথাগুলো বলার পরই সেই অনুষ্ঠান রুমে হাসির আওয়াজ শোনা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, শ্বশুরের কথা শুনে লজ্জা পেয়ে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। এবং মাথা নীচু করে হাসতে থাকেন তিনি।

২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে পাক টিমের নেতার ভূমিকায় দেখা যাবে শাহিন শাহ আফ্রিদিকে। কিউয়িদের বিরুদ্ধে অকল্যান্ডে ১২ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টি-২০ সিরিজ। নিউজিল্যান্ড সফরে গিয়ে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে শাহিনের গ্রিন আর্মি।