ICC ODI World Cup 2023: ‘যেন নজর না লাগে, রাচিনকে আশীর্বাদ ঠাকুমার
Rachin Ravindra: বিশ্বকাপে আলোড়ন ফেলে চর্চায় উঠে এসেছেন রাচিন। ভারতীয় বংশোদ্ভূত তিনি। তাঁর বাবা আসলে বেঙ্গালুরুর বাসিন্দা। কর্মসূত্রে দেশ ছেড়ে নিউজিল্যান্ডে যান। রাচিনের জন্ম সেখানেই। তাঁর বাবা কৃষ্ণমূর্তি একজন ক্রিকেটপ্রেমী। একটি ক্রিকেট ক্লাবও রয়েছে। সেই সূত্রে বেশ কয়েক বার ভারতে এসেছেন রাচিন। তবে বিশ্বকাপ খেলতে আসা আলাদাই অনুভূতি। শুধু তাই নয়, পারফরম্যান্সেও ভারতের মাটিতে ফুল ফোটাচ্ছেন রাচিন।

বেঙ্গালুরু: জার্সি আলাদা হলেও পারিবারিক তিনি ভারতীয়। বিশ্বকাপে নজর কাড়ছেন ২৩ বছরের এই তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের হয়ে খেলেন রাচিন। বিশ্বকাপে একের পর এক দুরন্ত ইনিংস খেলে সকলের চোখের মণি এখন তিনি। শুক্রাবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে তাঁর দল। ম্যাচের পর বেঙ্গালুরুতে ঠাকুমার কাছে ছুটে গিয়েছেন রাচিন। ভারতীয় রীতি মেনে নাতিকে আশীর্বাদ করলেন ঠাকুমা। নাতিকে যাতে কেউ নজর দিতে না পারে তার জন্য বিশেষ রীতি মেনে চলল আশীর্বাদ পর্ব। নাতি-ঠাকুমার এই সুন্দর মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাবার বাড়িতে গিয়ে কী করলেন রাচিন? বিস্তারিত TV9 Bangla Sport-এর প্রতিবেদনে।
বিশ্বকাপে আলোড়ন ফেলে চর্চায় উঠে এসেছেন রাচিন। ভারতীয় বংশোদ্ভূত তিনি। তাঁর বাবা আসলে বেঙ্গালুরুর বাসিন্দা তিনি। কর্মসূত্রে দেশ ছেড়ে নিউজিল্যান্ডে যান। রাচিনের জন্ম সেখানেই। তাঁর বাবা কৃষ্ণমূর্তি একজন ক্রিকেটপ্রেমী। তাই প্রিয় তারকা সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের নাম মিলিয়ে ছেলের নাম রাখেন রাচিন। চেয়েছিলেন ছেলে বড় হয়ে ক্রিকেটে মন দিক। বাবার সেই ইচ্ছেই পূর্ণ হয়েছে। নিউজিল্যান্ডের জার্সিতে বিশ্বকাপে খেলছে ছেলে, বাবার কাছে এর থেকে বড় পাওনা আর কী হতে পারে! যদিও নিজেকে একজন গর্বিত কিউয়িই মনে করেন রাচিন। তবে শিকড়ের প্রতি রয়েছে তাঁর অগাধ সম্মান। এ বার সেই শিকড়ের টানেই ঠাকুমার কাছে ছুটে গেলেন।
Grandmother of NZ cricket player Rachin Ravindra blessed him as per the Hindu traditional rituals. 🙏
Message from the video is to be connected to the roots no matter what you become and where you stay!#RachinRavindra #NewZealand #NZvsSL #NZvSL #NZLvsSL #Cricket pic.twitter.com/3fSNMtcgTa
— KT👨💻🦸 (@KT_Insights) November 10, 2023
নাতি এসেছে দেশে। তাও আবার বিশ্বকাপ খেলতে। ঠাকুমার আনন্দ যেন আর ধরছে না! নাতি ঘরে আসতেই তাই তাঁকে বরণ করে নিলেন ঠাকুমা। পাছে নাতিকে কেউ নজর দেয়, তাই নিজের মতো করে আশীর্বাদ করলেন। ভারতীয় আদব কায়দা খুব বেশি না জানলেও,চুপ করে লক্ষ্মী ছেলের মতো আশীর্বাদ গ্রহন করলেন রাচিনও। নাতি-ঠাকুমার এই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার লঙ্কানদের হারিয়ে সেমিফাইালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্ল্যাক ক্য়াপসরা। সব ঠিক থাকলে ১৫ নভেম্বর ভারতের মুখোমুখি হবে রাচিনের দল। ঠাকুমার আশীর্বাদ নিয়েই ভারতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবেন রাচিন।
