MS Dhoni : ২০২৪ এর আইপিএলে কি খেলবেন ধোনি? বড়সড় আপডেট দিলেন সিএসকে সিইও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 15, 2023 | 2:01 PM

MS Dhoni in IPL : একচল্লিশেও স্বমহিমায় আইপিএলে খেলছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni )। ২২ গজ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি বলেই এই বয়সেও আইপিএলে (IPL) খেলছেন মাহি। কিন্তু আইপিএলের আগামী মরসুমে তিনি কি খেলবেন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। কিন্তু মাহি এ নিয়ে সরাসরি কিছু বলছেনই না। এই পরিস্থিতিতে ধোনির ভবিষ্যৎ নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন চেন্নই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।

MS Dhoni : ২০২৪ এর আইপিএলে কি খেলবেন ধোনি? বড়সড় আপডেট দিলেন সিএসকে সিইও
MS Dhoni : ২০২৪ এর আইপিএলে কি খেলবেন ধোনি? বড়সড় আপডেট দিলেন সিএসকে সিইও
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই : বয়স প্রায় ৪২ ছুঁই ছুঁই। একচল্লিশেও স্বমহিমায় আইপিএলে খেলছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২২ গজ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি বলেই এই বয়সেও আইপিএলে (IPL) খেলছেন মাহি। কিন্তু আইপিএলের আগামী মরসুমে তিনি কি খেলবেন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। কিন্তু মাহি এ নিয়ে সরাসরি কিছু বলছেনই না। ঘরের মাঠে রবিবার চলতি আইপিএলের শেষ ম্যাচে খেলেছে চেন্নাই। যদিও এই মরসুমের শেষ হোম ম্যাচটা ভালো হয়নি সিএসকের। কেকেআরের কাছে ৬ উইকেটে হেরেছে ধোনির দল। কোনও ম্যাচে হারার পর ক্রিকেটারদের সেলিব্রেট করতে দেখা যায় না। চিপকে রবিবার সেই দৃশ্যই দেখা গেল। আসলে ইয়েলোব্রিগেড তাঁদের ফ্যানেদের উদ্দেশে ভালোবাসা প্রকাশ করেছে। ম্যাচের শেষে ধোনি পুরো সিএসকে শিবিরকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। যা দেখে মাহিভক্তদের মনে তাঁর অবসরের আশঙ্কা আরও জোরাল হয়েছে। এই পরিস্থিতিতে ধোনির ভবিষ্যৎ নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন চেন্নই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। ২০২৪ এর আইপিএলে কি খেলবেন ধোনি? কী বললেন সিএসকে (CSK) সিইও? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে তাঁর আপামর ভক্তদের জানার আগ্রহের অন্ত নেই। প্রিয় ‘থালা’ যদি এই মরসুমের শেষে অবসর নিয়ে নেন! সেই আশঙ্কা মাথায় রেখে এ বারের আইপিএলের সব ম্যাচেই চিপকে তো বটেই অন্যান্য স্টেডিয়ামেও ভিড় জমিয়েছিল ধোনির সমর্থকরা। রবিবারও চিপকে দেখা গিয়েছে হলুদ জার্সি পরা দর্শকদের উপচে পড়া ভিড়ের ছবি। ম্যাচের শেষে ধোনি মাঠ প্রদক্ষিণ করে সিএসকে সমর্থকদের বিভিন্ন স্মারক দেওয়ার ফলে তাঁর অবসর নিয়ে আরও চর্চা বেড়েছে।

রবি-রাতে সিএসকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে সিএসকে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন জাডেজা-সহ চেন্নাইয়ের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। সেখানে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বলেন, ‘আমরা বিশ্বাস করি যে মহেন্দ্র সিং ধোনি পরের মরসুমেও আমাদের হয়েই খেলবে। একইসঙ্গে আমরা আশা করছি ভক্তরা যেভাবে এতদিন আমাদের ভালোবাসা দিয়েছেন, ঠিক সেভাবেই আগামী দিনেও তাঁরা সেই ভালোবাসা দেবেন ও সমর্থন দেখাবেন।’


সিএসকে সিইও কাশী বিশ্বনাথনের এই বার্তা থেকে একটা কথা পরিষ্কার যে, সিএসকে চাইছে আগামী মরসুমেও ধোনি যেন হলুদ জার্সিতেই খেলুন। কিন্তু বড় প্রশ্ন হল ধোনি কী চান? প্রসঙ্গত, চলতি আইপিএলের মাঝেই একবার ধোনি জানিয়েছিলেন, তিনি কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। তবে মাহি আর কত দিন খেলা চালিয়ে যাবেন তা নিয়ে পরিষ্কার কিছু জানাননি।

 

Next Article