Asia Cup: নিরাপদ নয় ভারত? এ বার সরাসরি যুদ্ধে পাকিস্তান!

Pakistan Cricket Board: পাকিস্তানে সন্ত্রাস নিত্য়দিনের ঘটনা। বারবার বিভিন্ন জায়গায় বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার কারণেই ভারতীয় বোর্ড পরিষ্কার করে দেয়, দলকে পাকিস্তানে পাঠানো হবে না। এরই পরিপ্রেক্ষিতে রামিজ রাজার মতোই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্য়ান নাজাম শেঠি জানান, ভারতের যেমন নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে, তেমনই তাদেরও রয়েছে।

Asia Cup: নিরাপদ নয় ভারত? এ বার সরাসরি যুদ্ধে পাকিস্তান!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 5:16 PM

করাচি : এশিয়া কাপের ভেনু কী হবে? এই নিয়ে দ্বন্দ্ব চলছেই। এ বার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এরপরই পাকিস্তান বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ রাজা হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না চায়, পাকিস্তানও ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। রামিজ রাজার পর বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠি। পিসিবি চেয়ারম্য়ান বদলালেও ভারতের অবস্থান বদলায়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গত মিটিংয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আরও একবার পরিষ্কার করে দেন, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এশিয়া কাপের ভেনু অবশ্য় সেই মিটিংয়ে ঠিক হয়নি। ভারত না খেললে পাকিস্তানে এশিয়া কাপ হওয়া কার্যত অসম্ভব। এ বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে ফের হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিস্তারিত TV9Bangla-য়।

পাকিস্তানে সন্ত্রাস নিত্য়দিনের ঘটনা। বারবার বিভিন্ন জায়গায় বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার কারণেই ভারতীয় বোর্ড পরিষ্কার করে দেয়, দলকে পাকিস্তানে পাঠানো হবে না। এরই পরিপ্রেক্ষিতে রামিজ রাজার মতোই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্য়ান নাজাম শেঠি জানান, ভারতের যেমন নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে, তেমনই তাদেরও রয়েছে। নাজম শেঠি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিংবা আইসিসি সভায় অনেক জটিলতা তৈরি হয় আমাদের নিয়ে। তবে এ বার সময় হয়েছে, নিজেদের অবস্থান পরিষ্কার করার।’ এশিয়া কাপ নিয়ে অবস্থান থেকে সরেনি ভারত। এর পরিপ্রেক্ষিতেই নাজম শেঠি বলেন, ‘অন্য়ান্য় দেশ পাকিস্তানে খেলতে আসছে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তাদের কোনও সমস্য়া নেই। তাহলে ভারত কেন নিরাপত্তা নিয়ে চিন্তিত।’

এ বছর ভারতে ওডিআই বিশ্বকাপ। সেই প্রসঙ্গ তুলে পিসিবি চেয়ারম্য়ান বলেন, ‘একই ভাবে ভারতের মাটিতে আমাদের নিরাপত্তা ব্য়বস্থা নিয়েও সমস্য়া থাকতে পারে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যেতে আমাদেরও সমস্যা রয়েছে।’ আইসিসি সিইও এবং এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে পাকিস্তান বোর্ডের প্রধান নাজম শেঠি ছিলেন। পিসিবি চেয়ারম্য়ান আরও বলেন, ‘ভারতের এই অবস্থানকে আমরা সমর্থন করি না। এটা শুধু এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের বিষয় নয়। ২০২৫ সালে পাকিস্তানে চ্য়াম্পিয়ন্স ট্রফিও হওয়ার কথা। সরকারের সঙ্গে কথা বলব। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে, আমরা কী করব, সে বিষয়ে আলোচনা হবে। সরকার অনুমতি না দিলে ভারতে বিশ্বকাপ খেলতে যাব না।’