Hardik Pandya : ‘আবেগ নয়, ভেবেচন্তে পা ফেলতে হবে’, পাকিস্তান ম্যাচ নিয়ে অকপট হার্দিক

২০২৩ এশিয়া কাপ অভিযানের আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মুখ খুললেন সহ-অধিনায়ক এবং জাতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Hardik Pandya : 'আবেগ নয়, ভেবেচন্তে পা ফেলতে হবে', পাকিস্তান ম্যাচ নিয়ে অকপট হার্দিক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 10:04 PM

কলম্বো : শুরু হয়ে গিয়েছে ২০২৩ এশিয়া কাপ। পাকিস্তান বনাম নেপাল (Pakistan vs Nepal) ম্যাচ দিয়ে সূচনা হয়েছে উপমহাদেশীয় টুর্নামেন্টের এ বছরের সংস্করণ। বাস্তবে ৩০ অগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হলেও ক্রিকেট প্রেমীরা বলছেন, এশিয়া কাপ (Asia Cup 2023) পুরোদমে শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। কারণ সেদিন ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। রোহিত শর্মা টিমের কাছে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ। দুটো টিম ফাইনালে উঠলে এশিয়া কাপে তিন বার মুখোমুখি হতে পারে দুই টিম। যদিও সহ-অধিনায়ক ও ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এমনটা মনে করেন না। তাঁর কাছে এশিয়া কাপের অর্থ শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচ নয়। এর পাশাপাশি হাইভোল্টেজ ম্যাচ নিয়ে দেশবাসীর যে আবেগ জড়িয়ে রয়েছে তা নিয়েও কথা বলেছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া বলেছেন, “এটা এমন একটা টুর্নামেন্ট যা আপনার চরিত্র এবং ব্যক্তিত্বকে চিনিয়ে দেয় যে আপনি কেমন। একইসঙ্গে বুঝিয়ে দেয় আপনি গভীর জলে কতক্ষণ ভেসে থাকতে পারবেন (চাপ সহ্য করা প্রসঙ্গে)। আমাকে এই বিষয়গুলো খুব রোমাঞ্চিত করে। এই টুর্নামেন্টের সঙ্গে ক্রীড়াপ্রেমীদের আবেগ জড়িয়ে রয়েছে। আমাদের জন্য একটি ভালো দলের বিরুদ্ধে খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভালো খেলছে এমন কয়েকটি টিম রয়েছে।”

২ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ। যা নিয়ে হার্দিক বলেছেন, “আমরা আবেগ ঝেড়ে ফেলে মাঠে ক্রিকেট খেলতে নামি। এই ম্যাচ নিয়ে বেশি আবেগী হওয়া চলবে না। কারণ তাতে সিদ্ধান্ত নেওয়ায় ভুল হতে পারে। এটা খুব বড় টুর্নামেন্ট।” এ বারের এশিয়া কাপ অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বলে ধরা হচ্ছে।