Hardik Pandya: ‘কোনও কিছু প্রমাণ করার নেই’, নিউজিল্যান্ডে পরিণত জবাব নেতা হার্দিকের
ICC T20 Match: বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পান্ডিয়া বলেন, "আমরা সবাই জানি টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হতাশাজনক পারফর্ম্যান্স হয়েছে।
ওয়েলিংটন: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে গিয়েছে মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলবে ভারত। শুক্রবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেন উইলিয়মসনদের মুখোমুখি হতে চলেছে ভারত। নিউজিল্যান্ড সিরিজে বেশ কিছু সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে হার্দিক জানিয়েছেন, নিউজিল্যান্ড থেকে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের রোডম্যাপ শুরু হবে। পাশাপাশি পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেক প্লেয়ারদেরই সুযোগ দেওয়া হবে, যাতে তাঁরা পারফর্ম করার সুযোগ পায় এবং বিশ্বকাপে তাঁদের খেলার সম্ভাবনা তৈরি হয়।
View this post on Instagram
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পান্ডিয়া বলেন, “আমরা সবাই জানি টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হতাশাজনক পারফর্ম্যান্স হয়েছে। কিন্তু আমরা পেশাদার, তাই আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। সাফল্য ও ব্যর্থতার সঙ্গে দ্রুত মানিয়ে নিলে নিজেদের করা ভুলগুলি সংশোধন করে নিতে সুবিধা হবে।” মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো বড় নামগুলির না খেলার সম্ভাবনা প্রবল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে পান্ডিয়া বলেন, “২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও ২ বছর বাকি। সেই কারণে নতুন ট্যালেন্ট তুলে আনার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় রয়েছে। এই দু’বছরে অনেক ক্রিকেট ম্যাচ খেলা হবে এবং অনেকেই নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।”
নিউজিল্যান্ডে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়েও মুখ খোলেন হার্দিক। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলের মতো তারকা এই সিরিজে খেলছেন না। রয়েছেন শুভমন গিল, উমরান মালিক, ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসনের মতো তরুণরা। এই প্রসঙ্গে অধিনায়ক হার্দিক বলেন, “আমার মনে হয় দলের প্রধান ক্রিকেটাররা এখানে না থাকলেও দলে এমন বেশ কিছু প্লেয়ার রয়েছেন যারা প্রতিভাবান এবং প্রায় দেড় থেকে দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তাদের কাছে নিজেদের প্রমাণ করার জন্য পর্যাপ্ত সময় রয়েছে। আমি তাদের নিয়ে আশাবাদী…। প্রত্যেকটি সিরিজই ভীষণ গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ফর্ম্যাট আলাদা বলে, টি টোয়েন্টি সিরিজের কোনও গুরুত্ব নেই, এমনটা নয়।” প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের মন্তব্য নিয়ে হার্দিক বলেন, “কারও কাছে কোনও কিছু প্রমাণ করা আছে বলে আমার মনে হয় না। খেলাতে সবসময় চেষ্টা করে যেতে হবে।”