AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS ICC WC Final: ‘যা ছিল, সব দিয়েছি’, বলছেন ভারতের হেড কোচ

ICC world Cup 2023, IND vs AUS Final: ধারাবাহিক ভালো খেলেও ফাইনালে হার। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালের ফলে টিমকে বিচার করতে নারাজ দ্রাবিড়। পরিষ্কার বলছেন, 'যা ছিল, সব দিয়েছি।' দলের পারফরম্য়ান্সে গর্বিত হেড কোচ রাহুল দ্রাবিড়। বোর্ডে অন্তত ২৮০ রান থাকলে পরিস্থিতি অন্য হতে পারত, এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

IND vs AUS ICC WC Final: 'যা ছিল, সব দিয়েছি', বলছেন ভারতের হেড কোচ
Image Credit: AFP
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 12:12 AM
Share

কুড়ি বছর আগে তিনি ছিলেন প্লেয়ার। দলের এক সদস্য মাত্র। দুর্দান্ত ক্রিকেট খেলে ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল সৌরভের টিম ইন্ডিয়া। সেই দলের গুরুত্বপুর্ণ সদস্য রাহুল দ্রাবিড়। ধারাবাহিক ভালো খেলে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হার। এ বার কোচ হিসেবে আবারও সুযোগ এসেছিল। সামনে সেই অস্ট্রেলিয়াই। কুড়ি বছর আগের বদলা নিয়ে চ্য়াম্পিয়ন হওয়ার। যদিও কুড়ি বছর আগেরই পুনরাবৃত্তি হল। কতটা স্কোর সুরক্ষিত হত? সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ধারাবাহিক ভালো খেলেও ফাইনালে হার। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালের ফলে টিমকে বিচার করতে নারাজ দ্রাবিড়। পরিষ্কার বলছেন, ‘যা ছিল, সব দিয়েছি।’ দলের পারফরম্যান্সে গর্বিত হেড কোচ রাহুল দ্রাবিড়। বোর্ডে অন্তত ২৮০ রান থাকলে পরিস্থিতি অন্য হতে পারত, এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। বোর্ডে বড় রান না ওঠার কারণ হিসেবে পার্টনারশিপের কথাই তাঁর মুখে। যখনই কোনও পার্টনারশিপ গড়ার চেষ্টা হয়েছে, উইকেট হারিয়েছে ভারত। সেটাই যেন পার্থক্য গড়ে দিল।

বোর্ডে মাত্র ২৪০ রান থাকলেও শুরুতেই তিন উইকেট তুলে নেওয়ায় একটা আশার আলো ছিল ভারতীয় শিবিরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সহজেই জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া। ফাইনালের মঞ্চে সেঞ্চুরির অনবদ্য ইনিংস ট্রাভিস হেডের। টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, ‘ইংল্যান্ড ম্যাচেও আমরা দ্রুত উইকেট হারিয়ে ছিলাম। প্রয়োজনে যেমন ভয়ডরহীন ক্রিকেট খেলেছি, তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস হোল্ডও করেছি। উইকেট হারালে, নতুন করে পার্টনারশিপ গড়তে হয়। মার্নাস-হেড যেমন পার্টনারশিপ গড়েছে। ওরা উইকেট হারায়নি বলে আক্রমণাত্মক থাকতে পেরেছে। আমাদের সেটা হয়নি।’