কলকাতা: এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ট্রফির প্রত্যাশা ছিল প্রবল। তবে কোচ রাহুল দ্রাবিড়ের কাছে আরও একটা বদলার ম্যাচ ছিল। ঠিক যেমন ছিল মহারাজের কাছে! ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। সে বার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সৌরভের সেই টিমে ছিলেন রাহুল দ্রাবিড়। কুড়ি বছর পর ফের সুযোগ এসেছিল দ্রাবিড়ের কাছে। প্লেয়ার হিসেবে জেতা হয়নি বিশ্বকাপ। সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল। তাতে বাড়তি আনন্দিত হতেন ‘দাদা’ও। যদিও সেটা হয়নি। প্যাট কামিন্সের নেতৃত্বে অনবদ্য পারফরম্যান্স অস্ট্রেলিয়ার। ষষ্ঠ বার চ্যাম্পিয়ন। ফাইনালে ভারতের হার নিয়ে কী বলছেন সৌরভ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আমেদাবাদে লক্ষাধিক সমর্থক উপস্থিত ছিলেন। স্ট্যান্ডে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট। দলকে চ্যাম্পিয়ন দেখা হয়নি। বিশ্বকাপে ভারত যে ভাবে পারফর্ম করছিল, তাতে সৌরভ প্রবল আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মার নেতৃত্বে এ বার ট্রফি আসছেই। কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘আমি ভেবেছিলাম জিতব। স্বাভাবিক ভাবেই আশাহত হয়েছি। কুড়ি বছর আগে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে আমরাও হেরেছিলাম। ওরাও হারল। তবে বিরাট, রোহিতরা ভালোই খেলেছে। মনে হয়, কোথাও গিয়ে হয়তো ভাগ্য সহায় হচ্ছে না।’
গত দশ বছরে এই নিয়ে দশম আইসিসি টুর্নামেন্টে ট্রফিহীন ভারত। পাঁচ বার রানার্স। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাহুল দ্রাবিড় কোচ থাকবেন কিনা নিশ্চিত নয়। সৌরভ মনে প্রাণে চাইছেন, রাহুল দ্রাবিড় কোচ থাকুক। সৌরভ আরও বলেন, ‘সামনের বছর টি-২০ বিশ্বকাপ। দেখা যাক। খেলায় হারের কোনও প্রেসক্রিপশন হয় না। অনুশীলনই একমাত্র পথ। কোচ হিসেবে রাহুল ফ্যান্টাসটিক। আশা করি ও কাজ চালিয়ে যাবে।’ অনেকেই মনে করছেন, ভারত আগ্রাসী ক্রিকেট খেলেনি। সৌরভ অবশ্য একমত নন। বলছেন, ‘অ্যাগ্রেসিভলি খেলেছে বলেই সেমিফাইনালে প্রায় ৪০০ রান করেছে।’
বিশ্বকাপের পর বিতর্ক তৈরি হয়েছে অজি অলরাউন্ডার মিচেল মার্শের ছবি নিয়ে। প্যাট কামিন্সের পাশে বসে মার্শ। সদ্য জেতা বিশ্বকাপ ট্রফির ওপর মার্শ পা তুলে দিয়েছেন। সৌরভ অবশ্য এ বিষয়ে সরাসরি মন্তব্যে নারাজ। বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। ঠিক না ভুল ছবি জানি না। অনেক সময় ছবি বিকৃতও হয়। তাই সঠিক না জেনে মন্তব্য করতে চাই না।’