কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশন। দুবাইতে হবে এ বারের অকশন। সব ফ্র্যাঞ্চাইজি দলের মাস্টারমাইন্ডরা পৌঁছে গিয়েছেন দুবাইয়ে। এখন টেবলে বসার অপেক্ষা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরিকল্পনা কী হবে? নিলামের আগেই সে-সম্পর্কে জানিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বারবার তারকা সমৃদ্ধ দল গড়েও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এ বারও এক ঝাঁক তারকা ক্রিকেটারকে ধরে রেখেছে। তা হলে নিলামে কোন বিষয়ে জোর দেওয়া হবে? বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আইপিএলের গত সংস্করণে ব্যাটিংয়ের দিক থেকে খুবই ভালো পরিস্থিতিতে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও বেশ কিছু ক্লোজ ম্যাচে ডুবিয়েছে বোলিং। ব্যাটিংয়ে বিদেশি শক্তি বাড়াতে গিয়ে কখনও বোলিং দুর্বল হচ্ছে। তেমনই মহম্মদ সিরাজকে সঙ্গ দেওয়ার মতো ভারতীয় পেসার চাই। এ মরসুমের শুরুতেই বড় রকমের পরিবর্তন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ করা হয়েছে মো বোবাতকে। ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলেছেন মো। ইংল্যান্ড ক্রিকেটের খোলনলচে বদলে দিয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের জন্যও পরিকল্পনা প্রস্তুত।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
আগামী সংস্করণের জন্য বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজদের মতো তারকাকে ধরে রেখেছে আরসিবি। বোলিং আক্রমণে যে খোলনলচে বদলে ফেলা হবে তা পরিষ্কার। সে কারণেই রিলিজ করে দেওয়া হয়েছে হর্ষল প্যাটেল, লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজলউডের মতো বোলারদের। নিলাম প্রসঙ্গে আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাত বলছেন, ‘একটা শক্তিশালী পুল ধরে রাখা হয়েছে। টপ অর্ডার খুবই ভালো। আমাদের মিডল অর্ডারে ভালো প্লেয়ার চাই। ক্যামেরন গ্রিনকে নেওয়ায় সেই গ্যাপ অনেকটা ভরাট হয়েছে।’
বোলিং আক্রমণে কাদের জন্য ঝাঁপাতে পারে আরসিবি? মো বোবাত দীর্ঘমেয়াদী ভাবনায় বিশ্বাসী। সেই থেকে বলা যায়, বিদেশি পেসারই শুধু নয়, তরুণ ভারতীয় বোলারদের ওপরও বিনিয়োগ করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।