IPL 2022: টিমের চমৎকার ভারসাম্য ট্রফির স্বপ্ন দেখাচ্ছে কাকে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 19, 2022 | 7:39 PM

টিমের যা গভীরতা, ট্রফি জেতার ক্ষমতা রাখে। চাপের মাথায় টিম কী ভাবে পারফর্ম করে, নিজেদের স্কিল কী ভাবে তুলে ধরতে পারে, তার উপর অনেক কিছু নির্ভর করবে।

IPL 2022: টিমের চমৎকার ভারসাম্য ট্রফির স্বপ্ন দেখাচ্ছে কাকে?
টিমের যা গভীরতা, ট্রফি জেতার ক্ষমতা রাখে, বলছেন মায়াঙ্ক
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: স্বপ্ন এতদিনও কম ছিল না। কিন্তু স্বপ্নের ধংস্বাবশেষ নিয়ে আলোচনা হয়েছে শেষ পর্যন্ত। টিমে এতদিন কম তারকা ছিল না। কিন্তু মরসুম শেষে এতদিন ওই তারকাদের নিয়েই সমালোচনা চলেছে। এ সব ছবি যেখানে খুব পরিচিত, চেনা, সেখানেই কিনা জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন। প্রীতি জিন্টার পঞ্জাব কিংস (Punjab Kings) এ বার ট্রফি জেতার রাস্তায় উঠে দাঁড়াতে চায়। কখনও যা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি, আইপিএলে (IPL 2022) তাই এ বার করে দেখাতে চাইছে মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) টিম। আর তা সম্ভব কেন? টিমের গভীরতাকেই কারণ হিসেবে তুলে ধরছেন পঞ্জাবের নতুন ক্যাপ্টেন। এ বারই প্রথম টিমের নেতা করা হয়েছে তাঁকে। গত দুটো মরসুম ধরে ব্যাটার হয়ে কম সাফল্য় পাননি। বন্ধু লোকেশ রাহুল ছিলেন তাঁর ওপেনিং পার্টনার। তিনি নেই। তাঁর বদলে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং করবেন। যে কোনও ম্যাচের প্রথম বল থেকে লড়াই শুরু করে দিতে চাইছেন মায়াঙ্ক। যে লড়াই স্বপ্নের কাছে পৌঁছে দেবে পঞ্জাবকে।

শিখরের পাশাপাশি কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, ওডিন স্মিথকে কেনা হয়েছে আইপিএলের মেগা নিলাম থেকে। বাঁ হাতি পেসার অর্শদীপ সিং ধরে রাখা হয়েছে। শাহরুখ খানকে আবার ফেরানো হয়েছে টিমে। মায়াঙ্ক বলছেন, ‘আমাদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে। টিমের যা গভীরতা, তাতে ট্রফি জেতার ক্ষমতা রাখি আমরা। চাপের মাথায় টিম কী ভাবে পারফর্ম করে, নিজেদের স্কিল কী ভাবে তুলে ধরতে পারি, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। নিলাম থেকে একটা ভালো টিম বানাতে পেরেছি। মুম্বইয়ে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে। সে কথা মাথায় রেখে কিছু ব্যাপারে আমাদের জোর দিতে হবে। টিমের ভারসাম্য নিয়ে আমি খুব খুশি।’

নেতা হিসেবে মায়াঙ্কের ভূমিকা বদলে যাবে। তবে ব্যাটার হিসেবে এতদিন যা করে এসেছেন টিমের জন্য, তাই করতে হবে, খুব ভালো করেই জানেন। যা নিয়ে মায়াঙ্ক অকপট, ‘যখন ব্যাটিং করব, তখন আমি শুধুই ব্যাটার। টিমে অনেক নেতা যেমন রয়েছে, অভিজ্ঞ ক্রিকেটারও তেমন। টিমের জন্য এটা একটা বড় দিক। ব্যাটার হয়ে যেটা এতদিন করছি, সেটাই চালিয়ে যেতে চাই। আর ক্যাপ্টেন হিসেবে, আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকবে, যেটা টিমকে সাফল্যের দিকে এগিয়ে দিতে পারি।’

শিখরই এই মরসুমে তাঁর ওপেনিং পার্টনার। মায়াঙ্ক অবশ্য বলছেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে এখনই কথা বলতে চাই না। তবে, শিখরের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করার জন্য মুখিয়ে আছি। ও দুরন্ত ব্যাটার, বিনোদন দিতে জানে, সেই সঙ্গে পারফর্ম করে চুটিয়ে। আমি নিশ্চিত, ওর এনার্জিটা টিমেও ছড়িয়ে যাবে।’

আরও পড়ুন: IPL 2022: আসন্ন আইপিএলে দেখা যাবে না যে পাঁচ বিদেশি ক্রিকেটারকে, দেখুন ছবিতে

Next Article