পাল্লেকেলে: এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। এমনটা প্রত্যাশিতই। গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। বৃষ্টির কারণে সেই ম্যাচটি সম্পূর্ণ হয়নি। ভারত শুধু ব্যাটই করেছিল। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ সেই ম্যাচে। দ্বিতীয় ইনিংস খেলা না হওয়ায় ভারতীয় বোলাররা কোনও সুযোগ পাননি। নেপালের বিরুদ্ধে বোলিং আক্রমণকেও দেখে নেওয়া লক্ষ্য ছিল। প্রথম বার ভারতের বিরুদ্ধে খেলতে নামা নেপাল প্রথমে ব্যাট করে ২৩০ রানে অলআউট হয়। বোলিং তবু ঠিক আছে, কিন্তু ভারতের ফিল্ডিং? কী বলছেন অধিনায়ক রোহিত শর্মা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports–এর এই প্রতিবেদনে।
টস জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম পাঁচ ওভারের মধ্যেই তিনটি ক্যাচ ফেলে ভারত। সেগুলোও হাত ফসকানো। মিসের তালিকায় রয়েছেন বিরাট কোহলিও। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। শর্ট মিড অফে এরকম ক্যাচ বিরাটের মানের ফিল্ডারের কাছে জলভাত। ম্যাচে পরের দিকে একই পজিশনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেনও। কিন্তু শুরুতে বিরাট, শ্রেয়স এবং ঈশান কিষাণের তিনটে ক্যাচ না মিস হলে নেপাল ২০০ অবধি পৌঁছতে পারত কিনা সন্দেহ। গ্রাউন্ড ফিল্ডিংয়েও ভারতের পরিস্থিতি এই ম্যাচে খুবই খারাপ ছিল। নেপালের মতো তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে যা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি। এশিয়া কাপে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। সবচেয়ে বড় কথা, সামনে বিশ্বকাপ।
ম্যাচের মাঝে বেশ কয়েক বার ফিল্ডিংয়ের দশা দেখে মেজাজ হারান, হতাশায় মাথা নীচু করেন রোহিত। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘এগুলো কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বলছেন, ‘আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। তবে আরও একটা দিক, দলের অনেকেই দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিল। শুরুর দিকে একটু সমস্যা হতে পারে। সুপার ফোরে কোনও রকম আত্মতুষ্টির জায়গা নেই। এই ম্যাচে বোলিং ঠিকঠাক ছিল। তবে ফিল্ডিং, অতি সাধারণ।’