Team India : দম্ভই শেষ করছে ভারতীয় ক্রিকেটকে, ওভালে বিপর্যয়ের ‘আসল’ কারণ খুঁজে পেলেন প্রাক্তন ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 15, 2023 | 5:43 PM

WTC Final 2023 : ওভালে WTC তে ভারতের হারের পর চোকার্স তকমা পেয়েছ টিম ইন্ডিয়া। এই তকমা ঘোচাতে মরিয়া রোহিতরা। টিম ইন্ডিয়ার আগ্রাসী মনোভাব পুরো ক্রিকেট বিশ্বে ছাপ ফেলেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অ্যান্ডি রবার্টসের মতে, প্রয়োজনের বেশি আত্মবিশ্বাস থেকে দম্ভ ভারতীয় ক্রিকেটকে দিন দিন গিলে ফেলছে।

Team India : দম্ভই শেষ করছে ভারতীয় ক্রিকেটকে, ওভালে বিপর্যয়ের আসল কারণ খুঁজে পেলেন প্রাক্তন ক্রিকেটার
Team India : দম্ভই শেষ করছে ভারতীয় ক্রিকেটকে, ওভালে বিপর্যয়ের 'আসল' কারণ খুঁজে পেলেন প্রাক্তন ক্রিকেটার
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : কথায় বলে অহংকারই পতনের কারণ। সেই অংহকারই কি ওভালে ডোবাল ভারতকে? অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই কি ভারতীয় দল পতনের দিকে ঢলে পড়েছে? WTC ফাইনালে অজিদের কাছে ভারতের হারের ক্ষত এখনও টাটকা। বিশ্ব টেস্ট ফাইনালে পর পর ২ বার উঠলেও টিম ইন্ডিয়ার শিঁকে ছেড়েনি। ওভালে দিনকয়েক আগে অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পন করে ভারত। টিম ইন্ডিয়ার সেই হারের কারণ নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে। এরই মাঝে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র। আগামী কাল অ্যাসেজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। ২০২৫ সালে হবে তৃতীয় বিশ্ব টেস্ট ফাইনাল। এখন থেকেই ক্রিকেট মহলে অনেকেই বলছেন তৃতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে হলে ভারতীয় দলে কী কী পরিবর্তন প্রয়োজন। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অ্যান্ডি রবার্টস (Andy Roberts) ওভালে রোহিত শর্মার ভারতের (India) কারণ হিসেবে দায়ী করছেন টিম ইন্ডিয়ার অতিরিক্ত আত্মবিশ্বাস, দম্ভকে। আর কী বললেন এই ক্যারিবিয়ান তারকা? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওভালে WTC তে ভারতের হারের পর চোকার্স তকমা পেয়েছ টিম ইন্ডিয়া। এই তকমা ঘোচাতে মরিয়া রোহিতরা। টিম ইন্ডিয়ার আগ্রাসী মনোভাব পুরো ক্রিকেট বিশ্বে ছাপ ফেলেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অ্যান্ডি রবার্টসের মতে, প্রয়োজনের বেশি আত্মবিশ্বাস থেকে দম্ভ ভারতীয় ক্রিকেটকে দিন দিন গিলে ফেলছে। তিনি বলেন, ‘অহংকার ভারতীয় ক্রিকেটকে গ্রাস করেছে। এবং তা দিয়ে ভারত বিশ্বের বাকি দেশগুলোকে খাটো চোখে দেখতে শুরু করেছে। ভারককে সিদ্ধান্ত নিতে হবে যে, টেস্ট ক্রিকেট না সীমিত ওভারের ক্রিকেট তারা কোন ফর্ম্যাটকে গুরুত্ব দেবে। টি-টোয়েন্টি ক্রিকেট তার গতিপথে চলবে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট ও বলের কোনও লড়াই নেই।’

অজিদের সামনে যেভাবে WTC ফাইনালে পরাজয় স্বীকার করেছিল ভারত তা অনেককেই অবাক করেছে। ভারতীয় ব্যাটিং শক্তির প্রদর্শন দেখা যায়নি ওভালে। যেটা হলে অজিরা নির্ঘাত চাপে পড়ত। এমনটাই মনে করেন অ্যান্ডি রবার্টস। তিনি আরও বলেন, ‘আমি আশা করেছিলাম ভারত ব্যাটিং শক্তি প্রদর্শন করবে। ফাইনালে ভারতের ব্যাটিংয়ে আমি উজ্জ্বল কিছু দেখতেই পাইনি। অজিঙ্ক রাহানের হাতে আঘাত লেগেছিল। তারপরও ও কঠিন লড়াই করেছিল। শুভমন গিলকেও শুরুতে ভালো দেখাচ্ছিল। কিন্তু ও লেগ স্টাম্পে দাঁড়িয়ে ব্যাট করে। তাই প্রায়শই বোল্ড বা কট বিহাইন্ড হয়। গিল ভালো ব্যাটার। কিন্তু ওকে বলের পিছনে এসে ব্যাটটা করতে হবে। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের একটা দুরন্ত বলে আউট হয়েছিল কোহলি। ভারতীয় দলে ভালো ব্যাটারের অভাব নেই। কিন্তু ওরা দেশের বাইরে গিয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারে না।’

Next Article