Sir Garry Sobers Love Story : আংটি বদল হয়ে গিয়েছিল, দেশে ফিরে বলিউড অভিনেত্রীকে ‘ভুলে যান’ গ্যারি সোবার্স!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 02, 2023 | 12:27 PM

ভারত সফরে এসে এক বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। শুধু সম্পর্কই নয়, আংটি বদলও হয়ে গিয়েছিল।

Sir Garry Sobers Love Story : আংটি বদল হয়ে গিয়েছিল, দেশে ফিরে বলিউড অভিনেত্রীকে ভুলে যান গ্যারি সোবার্স!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীর প্রেম। শুনলে প্রথমেই মনে পড়ে ভিভ রিচার্ডস এবং নীনা গুপ্তার সম্পর্কের কথা। ভিভের সন্তানের জন্ম দিলেও ক্যারিবিয়ান তারকা কখনও নীনার সঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দেননি। ওয়েস্ট ইন্ডিজে ভিভের আলাদা স্ত্রী-সন্তান-সংসার সবই রয়েছে। কিন্তু জানেন কি, ক্যারিবিয়ান ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীর প্রেমের প্রথম উদাহরণ ভিভ ও নীনা নন। ভারত সফরে এসে এক বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। শুধু সম্পর্কই নয়, আংটি বদলও হয়ে গিয়েছিল। সিরিজ শেষে বলিউড সুন্দরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশে ফিরে যান সোবার্স। কিন্তু তারপর আর ফেরেননি। কেন ভারতীয় প্রেমিকাকে দেওয়া কথা রাখলেন না বিশ্ববিখ্যাত ক্রিকেটার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওই অভিনেত্রীর নাম অঞ্জু মহেন্দ্রু। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু এরপর ফ্যাশন ডিজাইনিং হয়ে অভিনয় শুরু করেন অঞ্জু। তাঁর জীবনের প্রথম প্রেম রাজেশ খান্না। অনেকে বলেন রাজেশ ও অঞ্জুর প্রেম ভাঙার পিছনে ছিলেন স্যার গ্যারি সোবার্স। ছয়ের দশকের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ টিমের সঙ্গে ভারত সফরে আসেন সোবার্স। তখনই অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে তাঁর আলাপ। একটি কমন ফ্রেন্ডের বাড়িতে পার্টি উপলক্ষে দু’জনের আলাপ ও ঘনিষ্ঠতা শুরু হয়। পেজ থ্রি-র পাতায় গ্যারি-অঞ্জুর মুচমুচে প্রেমের গল্প ঝড়ের মতো বিকোচ্ছে। সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ ফিরে যাওয়ার আগে প্রেমকে স্বীকৃতি দেওয়ার কথা দিয়ে যান গ্যারি। আংটি বদল করে নেন দু’জনে। ক্রিকেটার প্রেমিক তাঁর নিজের দেশে ফিরে যাওয়ার পর শুরু হয় অঞ্জুর অনন্ত অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর আর কাটেনি। প্রথমদিকে যোগাযোগ থাকলেও পরে তা কমে আসে। দূরত্ব প্রেমে ভাটা ফেলেছিল। এছাড়া অঞ্জুর পরিবার এই সম্পর্ককে মেনে নিতে পারেনি। সব মিলিয়ে সোবার্স-অঞ্জুর স্বল্পদিনের প্রেম অচিরেই পথ হারিয়ে ফেলে।

স্যার গ্যারি সোবার্স ও অঞ্জু মহেন্দ্র। এখনকার ছবি

অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে বাগদানের তিনবছরের মধ্যে বিয়ে সেরে ফেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। তবে বিয়ের আগে অঞ্জুর সম্মতি চেয়ে নিয়েছিলেন সোবার্স। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ান বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে চিঠি লিখে অঞ্জুর সম্মতি চান। জবাবে দু’জনকে শুভেচ্ছা জানিয়ে সম্মতি দেন অভিনেত্রী। সেই সম্পর্কও টেকেনি। ১৯৯০ সালে সোবার্স ও প্রু কার্বির বিচ্ছেদ হয়। রাজেশ খান্নাও অঞ্জুর পরিবর্তে ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন।

Next Article