Andre Russell: বছর দু’য়েক পর জাতীয় দলে আন্দ্রে রাসেল, ক্যারিবিয়ানদের ভাগ্য এ বার ফিরবে?

দেশের মাটিতে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ঐতিহাসিক ওডিআই সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। তার পরের দিনই ক্যারিবিয়ান ভক্তদের জন্য এল আরও এক সুখবর। ইংল্যান্ডের বিরুদ্ধে আর দিন তিনেক পর ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ শুরু হবে। ২-১ ব্যবধানে ওডিআই সিরিজে জস বাটলারের ইংল্যান্ডকে হারিয়েছে ক্যারিবিয়ানরা। এ বার ৫ ম্যাচের টি-২০ সিরিজও জিততে চান রোভম্যান পাওয়েলরা।

Andre Russell: বছর দুয়েক পর জাতীয় দলে আন্দ্রে রাসেল, ক্যারিবিয়ানদের ভাগ্য এ বার ফিরবে?
Andre Russell: বছর দু'য়েক পর জাতীয় দলে আন্দ্রে রাসেল, ক্যারিবিয়ানদের ভাগ্য এ বার ফিরবে?Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 10, 2023 | 2:11 PM

বার্বাডোজ: দেশের মাটিতে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ঐতিহাসিক ওডিআই সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। তার পরের দিনই ক্যারিবিয়ান ভক্তদের জন্য এল আরও এক সুখবর। ইংল্যান্ডের বিরুদ্ধে আর দিন তিনেক পর ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ শুরু হবে। ২-১ ব্যবধানে ওডিআই সিরিজে জস বাটলারের ইংল্যান্ডকে হারিয়েছে ক্যারিবিয়ানরা। এ বার ৫ ম্যাচের টি-২০ সিরিজও জিততে চান রোভম্যান পাওয়েলরা। যে কারণে এ বার ২ বছর পর জাতীয় দলে ডাক পড়েছে তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের (Andre Russell)। দ্রে রাস দলে ফেরায় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও ক্যারিবিয়ানদের ভাগ্য কি ফিরবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বছরভর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যায় আন্দ্রে রাসেলকে। ২০২১ সালের ৬ নভেম্বর দেশের জার্সিতে শেষ বার খেলেছিলেন আন্দ্রে রাসেল। তারপর থেকে মেরুন জার্সি আর গায়ে চাপাননি দ্রে রাস। আবার তাঁকে দেখা যাবে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট খেলতে। আগামী বছর টি-২০ বিশ্বকাপ। এ বারের ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে আয়োজক হিসেবে আগেই খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমানে আবু ধাবি টি-১০ লিগে খেলছেন আন্দ্রে রাসেল। তাঁর মতোই জেসন হোল্ডার ও নিকোলাস পুরানরাও টি-১০ লিগে খেলছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের ফর্ম্যাটের সিরিজে ছিলেন না হোল্ডার-পুরানরাও। তাঁরাও এ বার টি-২০ সিরিজে ফিরলেন। রাসেল যেমন ২ বছর পর জাতীয় দলে ফিরলেন, তেমন দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে ২০২০ সালের পর ফিরলেন শেরফান রাদারফোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট, তাতে জায়গা করে নিয়েছেন ম্যাথিউ ফোর্ড। এই প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের জন্য ঘরের মাঠে ২০২৩ সালে এটাই শেষ সিরিজ। ২০২৪ সালের জুনে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। তাই আমরা এমন একটি স্কোয়াড নির্বাচন করেছি, যা আমাদের মনে হয় ওই টুর্নামেন্টে সাফল্যের সেরা সুযোগ করে দেবে।’