মুম্বই: আইপিএলকে (IPL) তিনি বিদায় জানিয়েছেন। কিন্তু আইপিএল যে তাঁকে বিদায় জানায়নি। পাঁচ বারের আইপিএল জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড (Kieron Pollard)। তিনি আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন। কিন্তু মুম্বই দল তাঁকে এখনও ছাড়েনি। এ বার তিনি মুম্বইয়ের জার্সিতে ২২ গজে ম্যাচে নামবেন না ঠিকই, কিন্তু তিনি জড়িয়ে রয়েছেন রোহিত শর্মার দলের সঙ্গে। আইপিএলের নতুন মরসুমে নতুন দায়িত্ব পেয়েছেন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ব্যাটিং কোচ এখন পোলার্ড। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের প্রি-সিজন ক্যাম্প চলছে মুম্বইতে। সেখানেই ব্যাটিং কোচ হিসেবে নিজের কাজ শুরু করে দিলেন গুরু পোলার্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
মুম্বইয়ের হয়ে খেলার সময় তিনি দলের তরুণ ক্রিকেটারদের একাধিক টিপস দিতেন। তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। অতীতে নিজের দলের পাশাপাশি প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গেও ক্রিকেটীয় জ্ঞান ভাগ করে নিয়েছেন পোলার্ড। এ বার মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ব্যাটিং কোচ হিসেবে বেছে নিয়েছে। এই নতুন দায়িত্ব বেশ উপভোগ করছেন পোলার্ড। তিনি বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এবং মুম্বইয়ের মানুষদের হয়ে প্রতিনিধিত্ব করার আনন্দটা আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে পারব না। আমাকে মুম্বই ইন্ডিয়ান্স অনেক কিছু দিয়েছে। একইরকম ভাবে প্লেয়ার হিসেবে আমিও সবসময় মুম্বইকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মুম্বইয়ের সঙ্গে আমার সম্পর্কটা এমন হয়ে গিয়েছে, যা শুধু ক্রিকেট ম্যাচেই সীমাবদ্ধ নয়। আমার জন্য এখনও কিছু বদলায়নি। আমি আগের মতোই রয়েছি।’
गुरू Pollard ➕ शिष्य Arshad ? a कडक combination! ?#OneFamily #MumbaiIndians #TATAIPL #IPL2023 @KieronPollard55 pic.twitter.com/u2BMNm7oLQ
— Mumbai Indians (@mipaltan) March 23, 2023
মুম্বইয়ের তরুণ ক্রিকেটাররা পোলার্ডের থেকে শেখার জন্য মুখিয়ে রয়েছেন। পোলার্ডকে ব্যাটিং কোচ হিসেবে দেখার জন্য উচ্ছ্বসিত এমআই পল্টনের তিলক ভার্মা। তিনি বলেন, ‘গত বছর আমি ওর সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছি এবং এই বছর ও আমাদের ব্যাটিং কোচ। আমি ওর সঙ্গে কাজ করার জন্য ভীষণ উচ্ছ্বসিত।’
পোলার্ডের সঙ্গে গত মরসুমে একাধিক ম্যাচে খেলা প্রোটিয়া তরুণ তুর্কি ডিওয়াল্ড ব্রেভিস বলেন, ‘আমি নেটে অনুশীলন করতে গিয়ে দেখি পলি আমার পেছনে রয়েছে। আইপিএলে আমার প্রথম মরসুমে যখন আমি প্রথম নেট সেশনে গিয়েছিলাম ওই সময় আমি ওর সঙ্গে ব্যাটিং করেছিলাম। এ বার ওর তত্ত্বাবধানে ব্যাটিং করছি। বিষয়টা দারুণ।’