ফ্লোরিডা : জিততেই হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি ২০তে ম্যাচ জেতা ছাড়া উপায় নেই ভারতের কাছে। ফ্লোরিডায় টি ২০ সিরিজের মরণ বাঁচন ম্যাচে টস হারল ভারত। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। রান তাড়া করে জিততে হবে ভারতকে। চতুর্থ টি ২০তে নজরে থাকবেন শুভমন গিল, তিলক ভার্মারা। ভারতীয় দলের সামনে আজ বড় চ্যালেঞ্জ। আজ জিতলে সিরিজ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। গত তিনটি ম্যাচে শুভমন গিলের ব্যাট চলেনি। রান তাড়া করতে নেমে তরুণ ওপেনার আজও কী হতাশ করবেন? গিলের ব্যাটে রান দেখতে চাইছেন ভারতীয় সমর্থকরা। ভরসা দিচ্ছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা। তৃতীয় ম্যাচের উইনিং কম্বিনেশন রেখেই চতুর্থ টি ২০তে মাঠে নেমেছে ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন জানালেন ভারতীয় দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, “দলের ছেলেরা উজ্জ্বীবিত। একইসঙ্গে উত্তেজনা অনুভব করছে। তাদের মধ্যে যে খিদেটা রয়েছে তা প্রকাশ্যে আনতে হবে। বোলাররা ভালো খেলছে। তিলক এবং সূর্য ভালো ব্যাট করেছে। স্পিনারদের উইকেট নেওয়ার মানসিকতা আছে।”