Ashes: বাজবল-এর পর ‘ব্রামব্রেলা’, ইংল্যান্ড ক্রিকেটে নতুন স্টাইল!

Ashes Series, ENG vs AUS: ফিল্ডিংয়ে পরিবর্তন এবং খোয়াজার উইকেট। ১৪১ রানে ফেরেন অজি ওপেনার। স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজা দু-জনের আউটের আগেই উদ্ভট ফিল্ডিং সাজিয়েছিলেন বেন স্টোকস। সেটাই এখন আলোচনায়।

Ashes: বাজবল-এর পর ‘ব্রামব্রেলা’, ইংল্যান্ড ক্রিকেটে নতুন স্টাইল!
Image Credit source: Screengrab

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 19, 2023 | 3:58 PM

বার্মিংহ্যাম: ইংল্যান্ড ক্রিকেট টিম প্রতিনিয়ত চমক দিচ্ছে। জো রুট টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পরই দায়িত্ব দেওয়া হয় বেন স্টোকসকে। টেস্টে কোচ হিসেবে যোগ দেন ব্রেন্ডন ম্যাকালাম। এই জুটির সৌজন্যে টেস্ট ক্রিকেটে নতুন স্টাইলের আমদানি করে ইংল্যান্ড। যা বাজবল নামে পরিচিত। হারের ঝুঁকি থাকলেও বিধ্বংসী ব্যাটিং ইংল্যান্ডের। টেস্টেও ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ব্যাটিং। অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টেও তা দেখা গিয়েছে। প্রথম দিন ৭৮ ওভারে ৩৯৩-৮ স্কোরে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এ তো গেল ব্যাটিংয়ের দিক। বোলিংয়ে কি কোনও চমক থাকবে না? এজবাস্টন টেস্টে সেটাও দেখা গেল। ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটে এখন নতুন শব্দের সংযোজন, ব্রামব্রেলা। কীসের জন্য এই নতুন শব্দ! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ইনিংসে ইংল্যান্ডে ৩৯৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট অস্ট্রেলিয়া। এজবাস্টন টেস্টে অজি শিবিরে নজর ছিল স্টিভ স্মিথের দিকে। যদিও প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি স্মিথ। মাত্র ১৬ রানেই ইতি। বেন স্টোকস লেগ বিফোর আউট করেন স্টিভ স্মিথ।

অস্ট্রেলিয়া দ্রুত তিন উইকেট হারালেও দুর্দান্ত ইনিংস উসমান খোয়াজার। বেশ কয়েকটি জুটি গড়েন। এক দিকে খোয়াজা থাকায় লিডের প্রত্যাশা ছিল। ক্রমশ চাপ বাড়ছিল ইংল্যান্ড শিবিরে। এরপরই ফিল্ডিংয়ে পরিবর্তন এবং খোয়াজার উইকেট। ১৪১ রানে ফেরেন অজি ওপেনার। স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজা দু-জনের আউটের আগেই উদ্ভট ফিল্ডিং সাজিয়েছিলেন বেন স্টোকস। সেটাই এখন আলোচনায়।

স্টিভ স্মিথ শাফল করে খেলেন। তাঁর বল ছাড়ার টেকনিকও অভিনব। স্মিথের জন্য আমব্রেলা টাইপের ফিল্ডিং সাজান বেন স্টোকস। যেটা বোঝা যাবে বোলিং প্রান্ত থেকে। স্লিপে বেশ কয়েকজন, সঙ্গে গালি। এমন ফিল্ডিং হামেশাই দেখা যায়। তবে স্মিথের জন্য লেগ স্লিপ, লেগ গালি এবং শর্ট স্কোয়ার লেগ। রেখেছিলেন স্টোকস। ইনসাইড কিংবা আউট সাইড এজ লাগলে দু-দিকেই ক্যাচের সুযোগ। এতেই দিশেহারা হয়েছিলেন স্মিথ।

উসমান খোয়াজার ক্ষেত্রে দেখা যায় উল্টোটা। তাঁর অফ সাইড এবং অন সাইডে বেশ কয়েকজন ক্যাচিং পজিশনে। ব্যাটিং প্রান্ত থেকে দেখলে বোঝা যাবে ছাতার মতো আকার। অফ কিংবা অন ড্রাইভ করলেই ক্যাচের প্রবল সম্ভাবনা। ব্যাটারের কাছে বিকল্প ব়্যাম্প শট, স্কুপ কিংবা লেট কাট। নয়তো তুলে মারা। শেষটাই চেষ্টা করেছিলেন খোয়াজা। কিন্তু শেষ মুহূর্তে শট বদলান। তাতেও রক্ষা হয়নি। অফ সাইডে স্কোয়ার ফিল্ডার না থাকায় উইকেট থেকে সরে মারার চেষ্টায় বোল্ড হন উসমান খোয়াজা। ইংল্যান্ডের এই নতুন স্টাইলকেই বলা হচ্ছে ‘ব্রামব্রেলা’।