Jasprit Bumrah: ‘…অবসর নেওয়াই ভালো’, জসপ্রীত বুমরা কেন এমন মনে করছেন?

India Vs England 2nd Test: বুমরাকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও গত মরসুমে শুরুর দিকে পাওয়া যায়নি বুমরাকে। ইংল্যান্ড সফরে রয়েছেন জসপ্রীত বুমরা। প্রথম টেস্টে ফাইফারও নিয়েছিলেন। সেই জসপ্রীত বুমরা 'অবসর' নিতে চাইছিলেন!

Jul 03, 2025 | 5:57 PM

চোটের জন্য দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা। গত অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পাওয়া যায়নি। বুমরাকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও গত মরসুমে শুরুর দিকে পাওয়া যায়নি বুমরাকে। ইংল্যান্ড সফরে রয়েছেন জসপ্রীত বুমরা। প্রথম টেস্টে ফাইফারও নিয়েছিলেন। সেই জসপ্রীত বুমরা ‘অবসর’ নিতে চাইছিলেন!

চোট থেকে কামব্যাক করার পর জসপ্রীত বুমরাকে অনেক সতর্ক ভাবেই খেলানো হচ্ছে। ইংল্যান্ড সফরের আগেই বলা হয়েছিল, তাঁকে মাত্র তিন টেস্টে খেলানো হবে। কোন ম্যাচগুলিতে খেলানো হবে, তা অবশ্য নিশ্চিত করা হয়নি আগে থেকে। লিডস টেস্টে খেলানোর পর এজবাস্টনে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। অনেকেই অবশ্য এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক প্রাক্তন ক্রিকেটার যেমন বলছেন, দুই টেস্টের মাঝে এতটা গ্যাপ থাকার পরও কেন খেলানো হল না। আবার অনেকে মনে করছেন, বুমরার ওয়ার্কলোড ম্যানেজ না করলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট লর্ডসে। সেই ম্যাচে ফের দেখা যাবে বুমরাকে। তাঁর যে এখনই অবসরের কোনও ভাবনা নেই বলাই যায়। তবে চোটের জন্য় ঝুঁকি কম নেওয়া হবে। তা হলে অবসর প্রসঙ্গ আসছে কেন? এটি অবশ্য মজা করেই বলেছিলেন জসপ্রীত বুমরা। আমির খান, রনবীর কাপুর, রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়াদের নিয়ে একটি বিজ্ঞাপনে প্রচুর মজা হচ্ছিল। যেখানে সকলের মধ্যে ‘ঝামেলা’ দেখে বুমরা বলেন, ‘এর চেয়ে তো আমি ভাবছি অবসর নিয়ে নেওয়াই ভালো।’ সেই বিজ্ঞাপনটি দারুণ মজার এবং ভাইরাল হয়েছিল। এখনও সোশ্যাল মিডিয়া ফিডে দেখা যায় সেটি।

চোটের জন্য দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা। গত অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পাওয়া যায়নি। বুমরাকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও গত মরসুমে শুরুর দিকে পাওয়া যায়নি বুমরাকে। ইংল্যান্ড সফরে রয়েছেন জসপ্রীত বুমরা। প্রথম টেস্টে ফাইফারও নিয়েছিলেন। সেই জসপ্রীত বুমরা ‘অবসর’ নিতে চাইছিলেন!

চোট থেকে কামব্যাক করার পর জসপ্রীত বুমরাকে অনেক সতর্ক ভাবেই খেলানো হচ্ছে। ইংল্যান্ড সফরের আগেই বলা হয়েছিল, তাঁকে মাত্র তিন টেস্টে খেলানো হবে। কোন ম্যাচগুলিতে খেলানো হবে, তা অবশ্য নিশ্চিত করা হয়নি আগে থেকে। লিডস টেস্টে খেলানোর পর এজবাস্টনে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। অনেকেই অবশ্য এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক প্রাক্তন ক্রিকেটার যেমন বলছেন, দুই টেস্টের মাঝে এতটা গ্যাপ থাকার পরও কেন খেলানো হল না। আবার অনেকে মনে করছেন, বুমরার ওয়ার্কলোড ম্যানেজ না করলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট লর্ডসে। সেই ম্যাচে ফের দেখা যাবে বুমরাকে। তাঁর যে এখনই অবসরের কোনও ভাবনা নেই বলাই যায়। তবে চোটের জন্য় ঝুঁকি কম নেওয়া হবে। তা হলে অবসর প্রসঙ্গ আসছে কেন? এটি অবশ্য মজা করেই বলেছিলেন জসপ্রীত বুমরা। আমির খান, রনবীর কাপুর, রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়াদের নিয়ে একটি বিজ্ঞাপনে প্রচুর মজা হচ্ছিল। যেখানে সকলের মধ্যে ‘ঝামেলা’ দেখে বুমরা বলেন, ‘এর চেয়ে তো আমি ভাবছি অবসর নিয়ে নেওয়াই ভালো।’ সেই বিজ্ঞাপনটি দারুণ মজার এবং ভাইরাল হয়েছিল। এখনও সোশ্যাল মিডিয়া ফিডে দেখা যায় সেটি।