Tanveer Sangha : বাবা চালান ট্যাক্সি, অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলবেন ‘জলন্ধর’-এর তনভীর!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 07, 2023 | 1:26 PM

Australia World Cup 2023 Squad : ১৮ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে এমন একজন ক্রিকেটার রয়েছেন যাঁর শিকড় ভারতে।

Tanveer Sangha : বাবা চালান ট্যাক্সি, অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলবেন জলন্ধর-এর তনভীর!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : অস্ট্রেলিয়ার ঘোষিত ১৮ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড (Australia WC Squad) দেখলে ভিরমি খেতে হয়। দলে নেই টেস্টের শীর্ষ ব্যাটার মার্নাস লাবুশেন। তার থেকেও বেশি চমক অন্য একটি নামে। ১৮ সদস্যের টিমে ডাক পেয়েছেন লেগ স্পিনার তনভীর সাংঘা। ২১ বছরের বোলার ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন। ভারতীয় বংশোদ্ভূত তনভীর (Tanveer Sangha) এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তা সত্ত্বেও বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) প্রাথমিক স্কোয়াডে তাঁকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাহলে কী এর পিছনে রয়েছে তনভীরের ভারত-যোগ? অস্ট্রেলিয়ার ঘোষিত এই স্কোয়াড বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে ওডিআই সিরিজে খেলবে। ওই দুটি সিরিজের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আগামী অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপে সুযোগ পাবেন ১৫ জন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২১ বছরের তনভীরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানা যাক। ২০০১ সালের ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্ম হয় তনভীরের। তাঁর বাবা জোগা সাংঘা ১৯৯৭ সালে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। এরপর সেখানেই থেকে যান। জোগা সাংঘার বাড়ি জলন্ধর থেকে ২০ কিলোমিটার দূরের এক গ্রাম রহিমপুরের। সিডনিতে গিয়ে ট্যাক্সি চালাতে শুরু করেন জোগা। সেখানেই জন্ম তনভীরের। তাঁর মা সিডনিতেই অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন। তনভীর ও তাঁর পরিবারের সঙ্গে ভারতের যোগাযোগ কোনওদিন বিচ্ছিন্ন হয়নি। তাঁরা নিয়মিত এ দেশে আসেন। তবে ক্রিকেটের জন্য বেশ কয়েকবছর ধরে জলন্ধরে আসেননি তনভীর। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “চার-পাঁচ বছর ধরে ভারতে যেতে পারিনি। তবে আমার ওখানে যেতে খুব ভালো লাগে। আশেপাশে খেলার জন্য সবসময় লোকজন পাওয়া যায়। আমার পরিবারও খুব ভালো।”

সুযোগ পেলে তনভীর হবেন অস্ট্রেলিয়ার হয়ে খেলা দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। এর আগে ডানহাতি পেসার গুরিন্দর সিং সান্ধু অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওডিআই ম্যাচ খেলেছেন। তাঁর পরিবারও আশির দশকে পঞ্জাব থেকে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল। জুনিয়র স্তরে অস্ট্রেলিয়ার হয়ে খেলা বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার রয়েছেন। যেমন জেসন সাংখা, অর্জুন নায়ার, পরম উপ্পল।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ছাড়াও ৪টি প্রথম শ্রেণি, ৫টি লিস্ট এ এবং ২৮টি টি ২০ ম্যাচ খেলেছেন তনভীর। টি ২০তে ৭.৪৬ ইকোনমিতে ৩৭টি উইকেট রয়েছে। ফার্স্ট ক্লাসে ২৪টি এবং লিস্ট এ-তে ৭টি উইকেট নিয়েছেন তনভীর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যশস্বী জয়সওয়ালের উইকেট নিয়েছিলেন তনভীর।

Next Article