Abhishek Sharma: লায়লার প্রেমে ডুবে ক্রিকেটের মজনু! তরুণীদের হার্টথ্রব অভিষেক শর্মার গার্লফ্রেন্ডকে চেনেন?
বছর ২৪ এর অভিষেকের নাম জড়িয়েছে লায়লা ফয়সলের সঙ্গে। নেটিজ়েনদের দাবি, অসম্ভব সুন্দরী এই তরুণীর সঙ্গে গত বছর থেকে ডেট করছেন অভিষেক। কৌতুহলীরা অভিষেকের গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য ট্রাফিক জ্যাম লাগিয়েছেন গুগল।

ফাটা পোস্টার নিকলা হিরো… এ কথা একটু ঘুরিয়ে বলা যায় বাইশ গজের জন্যও। চালিয়ে খেললেই রাতারাতি হিরো। নব প্রজন্মের একাধিক তরুণ পোস্টার বয়ের তকমা পাওয়ার ট্র্যাকে। শুভমন গিল থেকে শুরু করে অভিষেক শর্মারা তালিকার শীর্ষে। আইপিএলে গত মরসুমে জাত চিনিয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। অরেঞ্জ আর্মির একাধিক ম্যাচে জয়ের কারিগর ছিলেন। একাধিক নজরকাড়া ইনিংসের ডালি সাজিয়েছেন। আর তাতেই যুবরাজ সিংয়ের ছাত্রের কপাল খুলে যায়। খুলে যায় জাতীয় দলের দরজা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অভিষেকের ডেবিউ হয়েছে গত বছর। একদিকে তাঁর খেলা নিয়ে যেমন আলোচনা, তেমনই স্টাইলিশ তরুণের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের অন্ত নেই। ২২ গজে রাজত্ব বিস্তার করার পাশাপাশি এক সুন্দরীর মনেও রাজ করেছেন অভিষেক। এমনই দাবি নেটিজ়েনদের। সত্যিই নাকি গুঞ্জন? অভিষেক ও সেই সুন্দরীর ছবি প্রকাশ্যে আসতেই জোর আলোচনা। কে সেই সুন্দরী? কাকে মন দিয়েছেন অভিষেক?
বছর ২৪ এর অভিষেকের নাম জড়িয়েছে লায়লা ফয়সলের সঙ্গে। নেটিজ়েনদের দাবি, অসম্ভব সুন্দরী এই তরুণীর সঙ্গে গত বছর থেকে ডেট করছেন অভিষেক। কৌতুহলীরা অভিষেকের গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য ট্রাফিক জ্যাম লাগিয়েছেন গুগল। ইন্টারনেটের অলিগলি খুঁজে কী পাওয়া যাচ্ছে লায়লা সম্পর্কে? ২৪ বছরের তরুণী পেশায় ফ্যাশান ডিজাইনার। linkedin প্রোফাইল বলছে, দিল্লি পাবলিক স্কুলে লায়লার পড়াশুনা। উচ্চশিক্ষার জন্য এরপর বিদেশ পাড়ি। সাইকোলজি নিয়ে লন্ডনের কিংস কলেজ থেকে করেছেন অনার্স। লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশান ডিজাইনিং ও মার্কেটিং অ্যান্ড স্টাইলিং নিয়ে নানা প্রশিক্ষণ নেন লায়লা। ২০২২ সালে খুলেছেন নিজের সংস্থা। মহিলাদের পোশাক তৈরি করেন মূলত। ইন্সটাগ্রামে ৩২ হাজার ৪০০ ফলোয়ার্স তাঁর। নিজের অ্যাকাউন্ট অবশ্য প্রাইভেট করে রেখেছেন লায়লা।
অভিষেকের সঙ্গে লায়লার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কিছুই বলেননি দু’জন। তবে লায়লার এক কাণ্ড নেটিজ়েনদের দুইয়ে দুইয়ে চার করার সুযোগ করে দিয়েছে। এ বছর ২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক। সেই সময় লায়লা ইন্সটাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করেছিলেন অভিষেকের। ক্যাপশনে লিখেছিলেন ‘প্রাউড’! লায়লার গর্বিত মজনু কি অভিষেকই?
এই খবরটিও পড়ুন




পঞ্জাব তনয় অভিষেকের লাভ-লাইফ নিয়ে এই প্রথম চর্চা হচ্ছে না। এর আগে তানিয়া সিং নামে এক তরুণীর সঙ্গে নাম জড়িয়েছিল অভিষেকের। মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যু হয়। পুলিশি তদন্তে জানা যায়, তানিয়া আত্মহত্যা করেছিলেন। আত্মহননের আগে অভিষেকের সঙ্গে যোগাযোগও নাকি করেছিলেন ওই তরুণী। পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে এসেছিল, বেশ কয়েক মাস তানিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। সেই সম্পর্ক ভেঙে গেলে তানিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটার অভিষেক। জানা গিয়েছিল, ওই ঘটনার পর পুলিশ অভিষেককে জেরাও করেছিল। তারপর ছেড়েও দেয়। সেই ঘটনায় অভিষেকের পরবর্তীতে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অতীত ভুলে অভিষেক মন দিয়েছেন ক্রিকেটে। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ। আইপিএলে ৬৫ ম্যাচ খেলে ১৪০৭ রান করেছেন। আর এখন? সেই তিনিই লায়লার প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিনা, তা নিয়েই তো যত চর্চা!
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





