Cricketer Mustafizur Rahman: মুস্তাফিজুরের বিকল্প কে হতে পারেন? ৫ পেসারের নাম ঘুরছে কেকেআর শিবিরে
Bangladeshi Cricketer: তাঁর বিকল্প হিসেবে রয়েছে ৫ জন ক্রিকেটারের। কেকেআরের নতুন বোলারের তালিকায় থাকতে পারেন জেসন বেহরেনডর্ফ এবং ফজলহক ফারুকি। দু’জনই মুস্তাফিজুরের মতো বাঁহাতি পেসার। আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। মাঝের ওভার এবং ডেথ ওভারের জন্য কেকেআরের নজরে থাকতে পারেন রিচার্ড গ্লিসন ও রাইলি মেরেডিথ।

২০২৬ আইপিএল মিনি নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর বাঁ হাতি পেসারকে ছিনিয়ে নিয়েছিল কেকেআর। বিতর্কের কারণে সেই তাঁকেই রিলিজ করে দিয়েছে নাইটরা। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে মুস্তাফিজুরের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি তোলা হয়। এর পরই কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। সেই নির্দেশ মেনেই বাংলাদেশের এই বাঁহাতি প্লেয়ারকে মুক্ত করেছে কলকাতা। এই পরিস্থিতিতে কে হবেন তাঁর বিকল্প ?
তাঁর বিকল্প হিসেবে রয়েছে ৫ জন ক্রিকেটারের। কেকেআরের নতুন বোলারের তালিকায় থাকতে পারেন জেসন বেহরেনডর্ফ এবং ফজলহক ফারুকি। দু’জনই মুস্তাফিজুরের মতো বাঁহাতি পেসার। আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। মাঝের ওভার এবং ডেথ ওভারের জন্য কেকেআরের নজরে থাকতে পারেন রিচার্ড গ্লিসন ও রাইলি মেরেডিথ। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দেওয়ার ক্ষমতা তাঁদের বড় প্লাস পয়েন্ট। সব দিক সামলাতে পারা একজন বোলার চাইলে কেকেআর নিতে পারে নিউজিল্যান্ডের পেসার উইল ও রুর্কেকে। গত মরসুমে লখনউর হয়ে নজর কেড়েছিলেন এই তরুণ প্লেয়ার। এ ছাড়াও কেকেআর নিতে পারে জোশুয়া লিটল, স্পেন্সার জনসন, জেরাল্ড কোয়ের্টজ, ঝাই রিচার্ডসন বা নাভিন উল হক-এর মতো প্লেয়ারকে।
নিলাম শেষের পর ফাস্ট বোলারের সংখ্যা এখন হাতে গোনা। মুস্তাফিজুরের মতো কার্যকর বোলারের বিকল্প খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানকে হারানো কেকেআরের জন্য বড় ধাক্কা। এখন দেখার, কোন প্লেয়ারকে বেছে নিয়ে এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করে নাইট শিবির। তবে টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে বিকল্প বোলার খোঁজার কাজ শুরু করে দিয়েছেন। টিমের প্র্যাক্টিস শুরুর আগেই নতুন বোলার খুঁজে নিতে চাইছে কেকেআর।
