হার্দিক না নাতাশা! বিচ্ছেদের পর সন্তান যাচ্ছে কার হেফাজতে?

Hardik-Natasa: সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত বারবার উঠে আসছে বিভিন্ন পোস্টে। কখনও নাতাশার সঙ্গে মিষ্টি মুহূর্ত কখনও আবার সন্তানের সঙ্গে সময় কাটানো। বিচ্ছেদের সিদ্ধান্তে এবার সেই সন্তানই কাছ ছাড়া। মা নাতাশার সঙ্গে ইতিমধ্যে দেশ ছেড়েছে হার্দিক পুত্র, তবে কী বাবার সঙ্গে যোগাযোগ বন্ধ হল? 

হার্দিক না নাতাশা! বিচ্ছেদের পর সন্তান যাচ্ছে কার হেফাজতে?
Follow Us:
| Updated on: Jul 19, 2024 | 6:07 PM

বিশ্বকাপ জয়ের আনন্দে কয়েকদিন আগেই চোখের জলে ভাসতে দেখা গিয়েছিল ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। আর তার কয়েকদিন যেতে না যেতেই এবার চোখের কোল ভরল তাঁর ভক্তদের। হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের পথ চলা থামল বৃহস্পতিবার ১৮ জুলাই রাতে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়ে দিয়েছেন, দীর্ঘ চার বছরের পথচলা ইতি। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত বারবার উঠে আসছে বিভিন্ন পোস্টে। কখনও নাতাশার সঙ্গে মিষ্টি মুহূর্ত কখনও আবার সন্তানের সঙ্গে সময় কাটানো। বিচ্ছেদের সিদ্ধান্তে এবার সেই সন্তানই কাছ ছাড়া। মা নাতাশার সঙ্গে ইতিমধ্যে দেশ ছেড়েছে হার্দিক পুত্র, তবে কী বাবার সঙ্গে যোগাযোগ বন্ধ হল?

ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে হার্দিক সবটাই খোলসা করে লিখেছেন, “চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা (স্তানকোভিচ) আলাদা হচ্ছি। আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম এই সম্পর্ককে টিকিয়ে রাখার। পারিনি। তাই যা হয়েছে সেটাই আমাদের জন্য ভাল। আমাদের জন্য এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত। পরিবার বাড়তেই যে সম্মান, ভালবাসা নিয়ে বেড়ে উঠছিলাম সেই সব মাথায় রেখে এই কাজ মোটেও সহজ ছিল না।”

এখানেই থামেননি তিনি। ছেলের প্রসঙ্গে হার্দিক আরও লেখেন, “আমাদের ছেলে অগস্ত্য আমাদের জীবনে খুবই স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা ধন্য। তাই দু’জনে মিলেই ওর প্রতিপালন করব। ওর খুশির জন্য যা দরকার সবটাই দেব এই কঠিন সময়ে সবার কাছে একটাই অনুরোধ কিছু জিনিস ব্যক্তিগত রাহতে দিন। ধন্যবাদান্তে, হার্দিক ও নাতাশা।” ওদিকে নাতাশাও শেয়ার করেছেন ওই একই পোস্ট। তবে কমেন্ট বক্স বন্ধ রেখেছেন তিনি। এতেই স্পষ্ট তাঁদের পরিকল্পনা। নাতাশা ও হার্দিক দুজনেই সন্তানের দায়িত্বে থাকবেন। তবে এখন তার বয়স অল্প, তাই মায়ের কাছেই মূলত থাকবে পুত্র সন্তান। তাই বলে হার্দিক চাইলেই দেখা করতে পারেন, খোঁজ নিতে পারেন। সমস্ত দায়িত্বও ভাগ করে নিয়েছেন তাঁরা সন্তানের মুখ চেয়ে।