লাহোর: গত বারের চ্যাম্পিয়ন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য পারফরম্যান্স। ভারতে ওয়ান ডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনও করেছে শ্রীলঙ্কা। সেই টিমই এখন প্রবল চাপে। গত বারের চ্যাম্পিয়ন এ বারের এশিয়া কাপে প্রথম ম্যাচে জিতেছে। তারপরও সুপার ফোরে যাওয়া নিশ্চিত নয়। সৌজন্যে তাদের রান রেট। টুর্নামেন্ট শুরুর আগেই চোট এবং নানা কারণে একাধিক প্লেয়ার ছিটকে গিয়েছেন। প্রথম ম্যাচ জিতে অনেকটা আত্মবিশ্বাসও পেয়েছে। এ বার কঠিন চ্যালেঞ্জ। এশিয়া কাপে আজ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা। ব্যবধান খুব বেশি ছিল না। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নেট রান রেট বাড়িয়ে রেখেছে। শুধু তাই নয়, সুপার ফোরও নিশ্চিত তাদের। এর কারণ নেট রান রেটই। দাসুন শানাকাদের সামনে তাই কঠিন পরীক্ষা।
শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়, তা হলে কোনও অঙ্কই নেই। দু-ম্যাচে চার পয়েন্ট নিয়ে নিশ্চিন্তে সুপার ফোরে শ্রীলঙ্কা। বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকবে। ছিটকে যাবে আফগানিস্তান। এই ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায়, সেক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান রেট চলে যাবে বাংলাদেশের নীচে। তখন বাংলাদেশ ও আফগানিস্তান সুপার ফোরে জায়গা করে নেবে এই গ্রুপ থেকে। ধরা যাক আফগানিস্তান প্রথমে ব্যাট করল এবং শ্রীলঙ্কাকে অন্তত ৬৮ রানের বড় ব্যবধানে হারাল। কিংবা আফগানিস্তান রান তাড়া করে ৩৫ ওভারের মধ্যে জিতল, সেক্ষেত্রেই এই অঙ্ক।