লন্ডন : দীর্ঘ ১০ বছরের অপেক্ষা। আইসিসির টুর্নামেন্ট আসে, শেষ মুহূর্তে হোঁচট খায় ভারতীয় দল। শেষ বার ২০১৩ সালে আইসিসি ট্রফির স্বাদ পেয়েছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এর পর থেকে সেমিফাইনাল, কখনও বা ফাইনালে আটকে গিয়েছে স্বপ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে সেই খরা কাটানোই লক্ষ্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণেও অনবদ্য খেলেছিল ভারত। ফাইনাল অবধি উঠলেও ট্রফি আসেনি। ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হার। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এ বার সামনে অস্ট্রেলিয়া। আজ শুরু দীর্ঘ দশ বছরের ট্রফি খরা কাটানোর অভিযান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
আইপিএল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভিন্ন ফরম্যাট। ইতিবাচক দিক হল, ভারতীয় দলের ক্রিকেটাররা খেলার মধ্যেই রয়েছেন। নেতিবাচক দিক, তুলনামূলক ভাবে প্রস্ততির সময় কম পেয়েছে ভারত। সাদা বল থেকে লাল বলে মানসিক ভাবে ট্রান্সফর্মেশন সহজ নয়। যদিও অন্য ভাবে বলা যায়, আইপিএলের ফর্ম থেকে আত্মবিশ্বাসও পাবেন ক্রিকেটাররা। ভারতীয় ব্যাটিংয়ে মূল স্তম্ভ হয়ে উঠতে পারেন বিরাট কোহলি, শুভমন গিল এবং অবশ্যই চেতেশ্বর পূজারা। আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমন গিল ও বিরাট কোহলি। শুধু তাই নয়, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কিং কোহলি ও প্রিন্স অফ ক্রিকেট। তেমনই কাউন্টি ক্রিকেটে খেলে ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন চেতেশ্বর পূজারা। অধিনায়ক রোহিত শর্মার আইপিএল পারফরম্যান্স ভালো নয়। তবে ইংল্যান্ডে গত সফরে, বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেনু ওভালে তাঁর পারফরম্যান্স দারুণ হয়েছিল।
ফাইনালে ভারতের কম্বিনেশনে ভাবনার জায়গা দুটো। ওভালের পরিবেশ, পরিস্থিতি স্পিনারদেরও সাহায্য করে থাকে। এ বার ঘাস রাখা হয়েছে। পিচ কিছুটা হলেও ধাঁধায় রাখতে পারে। অস্ট্রেলিয়া তিন পেসার হিসেবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোলান্ডকে খেলাবে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন। একমাত্র স্পিনার নাথান লিয়ঁ। ভারতীয় শিবিরে বোলিং আক্রমণে মহম্মদ সামি, মহম্মদ সিরাজের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দূলকে খেলানোর সম্ভাবনা প্রবল। আবার গত কয়েক দিনের অনুশীলনে উমেশ যাদবকে দেখে মনে হয়েছে, টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে। ওভালের পরিস্থিতি এবং ইংল্যান্ডে এখনকার আবহাওয়া বলছে, শুষ্ক থাকবে। স্পিনাররা সুবিধা পেতে পারে। রবিচন্দ্র অশ্বিন, জাডেজা থাকলে শুধুমাত্র বোলিংয়েই কাজে লাগবে তা নয়। তাঁদের ব্যাটিংও অ্যাডভান্টেজ। সেই ভাবনা থেকে দুই স্পিনার খেলানোর সম্ভাবনাই বেশি ভারতের।
ভারতের টিম কম্বিনেশনে কিপার নিয়ে প্রশ্ন থাকতে পারে। মিডল অর্ডারে বাঁ হাতি ব্যাটার রাখতে ভাবা হতে পারে ঈশান কিষাণের কথা। যদিও পরিস্থিতি বলছে, চার টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন শ্রীকার ভরতেই ভরসা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট।