মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। একটি ম্য়াচেই হেরেছে তারা। সেটি মুম্বই ইন্ডিয়ান্সের কাছেই। আর একটা জয় মানেই প্লে-অফ অর্থাৎ প্রথম তিনে থাকা নিশ্চিত দিল্লি ক্য়াপিটালসের। অন্য দিকে, গুজরাট জায়ান্টস এখনও অবধি মাত্র একটি ম্য়াচেই জিতেছে। কম্বিনেশনে এত বদল! প্রতি ম্য়াচেই প্রায় আলাদা কম্বিনেশন। বিদেশি ক্রিকেটারদেরও ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। এখনও অবধি সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি গুজরাট জায়ান্টস। ব্য়াটিং লাইন আপের কোনও ভরসা নেই, ডেথ ওভারে জঘন্য় বোলিং। গুজরাট টিম ম্যানেজমেন্টের হয়তো মনে হয়েছিল, তারা সেরা টিম গড়েছে। কিন্তু মাঠে নেমে খামতিগুলো ধরা পড়ছে। উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্য়াপিটালস বনাম গুজরাট জায়ান্টসের ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।
গুজরাট জায়ান্টস যে হারে প্রতি ম্যাচে কম্বিনেশনে বদল আনছে, দিল্লির বিরুদ্ধেও একাদশে পরিবর্তন হতে পারে, এমনটা ধরেই নেওয়া যায়। ওপেনার সাব্বিনেনি মেঘনা রান পাচ্ছেন না। এই ম্য়াচে তাঁকে নাও খেলানো হতে পারে। একাদশে ঢুকতে পারেন অশ্বিনী কুমারি। তেমনই পেসার মানসী যোশী সুযোগ পেলেও সেভাবে ব্যবহার করা হয়নি। এখনও অবধি একটি ম্য়াচেও সুযোগ পাননি অলরাউন্ডার হার্লি গালা এবং স্পিনার পারুনিকা সিসোদিয়াকে। এই ম্য়াচে কি তাদের দেখা যাবে? গুজরাটের কাছে এই ম্যাচ জেতার পাশাপাশি নজর রাখতে হবে নেট রানরেট উন্নতি করার। দিল্লি ক্য়াপিটালসের মতো ধারাবাহিক দলের বিরুদ্ধে যা খুবই কঠিন।
দিল্লি ক্য়াপিটালস এই ম্য়াচে সেরা কম্বিনেশন ধরে রাখবে এমনটাই প্রত্যাশা করা যায়। প্লে-অফ নিশ্চিত করে বাকি আনক্যাপড প্লেয়ারদের দেখে নিতে পারে। এই ম্য়াচে দিল্লি শিবিরে নজর থাকবে পেসার শিখা পান্ডের দিকে। দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট তাঁর দখলেই। ইকোনমি রেটও খুবই ভালো। গুজরাট শিবিরে বাড়তি নজর থাকবে হরলীন দেওলের দিকে। জায়ান্টসের হয়ে একশোর বেশি রান একমাত্র তাঁরই রয়েছে। শুধু তাই, ফিল্ডিংয়ে নজর কাড়ছেন হরলীন। জাতীয় দলের হয়ে যেমন চোখ ধাঁধানো কিছু ক্য়াচ রয়েছে তাঁর, উইমেন্স প্রিমিয়ার লিগেও। দুই দলের মধ্যে একটাই মিল, লো স্কোরের নিরিখে একই বিন্দুতে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০৫ রানে অলআউট হয়েছিল দিল্লি। তেমনই গুজরাট জায়ান্টসকে ১০৫-৯ স্কোরে আটকে রেখেছিল দিল্লি ক্য়াপিটালস। গুজরাট জায়ান্টস এখনও অবধি তিনটি ভিন্ন ওপেনিং জুটি ব্য়বহার করেছে। এই ম্যাচেও হয়তো নতুন জুটি দেখা যেতে পারে।