দীপঙ্কর ঘোষাল : আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্য়াম্পিয়ন তারা। কিন্তু গত মরসুম হোক কিংবা এ বারের আইপিএল, হতাশার শেষ নেই রোহিত শর্মার দলের। গত বার আইপিএলে দল বেড়ে হয় দশ। পয়েন্ট টেবলে সব শেষে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বার দুটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরের মাঠে হার। দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হারে মুম্বই ইন্ডিয়ান্স। দুই ম্যাচেই হারের মূল কারণ তাদের ব্যাটিং। অধিনায়ক রোহিত শর্মা নিজেই ফর্মে নেই। দিল্লি ক্যাপিটালস এ বারের আইপিএলে হারের হ্যাটট্রিক করেছে। এর মধ্যে সমস্যা বাড়িয়েছে ব্যক্তিগত কারণে মিচেল মার্শ দেশে ফেরায়। কয়েক ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। দিল্লি শিবিরে একাকি লড়াই ডেভিড ওয়ার্নারের। প্রতি ম্যাচে আশা জাগিয়েও হতাশায় শেষ হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
মুম্বই ব্যাটিংয়ে নজর কাড়ছেন তরুণ ব্য়াটার তিলক ভার্মা। মরসুমের প্রথম ম্যাচে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁর অনবদ্য় ইনিংস মুম্বইকে ভদ্রস্থ স্কোরে পৌঁছতে সাহায্য করেছিল। ওয়াংখেড়েতে সিএসকে-র বিরুদ্ধেও ধারাবাহিকতা বজায় রাখেন তিলক। মুম্বই শিবিরে অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি আরও হতাশার সূর্য কুমার যাদবের ফর্ম। ২০২২ সাল স্বপ্নের মতো কেটেছে সূর্যকুমার যাদবের। নতুন বছরের শুরুর দিকেও আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ছন্দেই ছিলেন। গত কয়েকটি ম্যাচে শুধুই হতাশা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে গোল্ডেন ডাকের হ্যাটট্রিক। আইপিএলেও প্রথম দু-ম্যাচেই ব্যর্থ। রোহিতের পর সূর্যকুমার যাদবকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে ধরা হচ্ছে। সূর্য ফর্মে না থাকায় চাপ বাড়ছে মুম্বইয়ের। বিদেশি ক্রিকেটাররাও পারফর্ম করতে ব্য়র্থ। জোফ্রা আর্চারের মতো বিশ্বমানের পেসার এক ম্যাচ খেলেই চোট। ক্য়ামেরন গ্রিনকে বিশাল অঙ্কে নেওয়া হলেও ভরসা দিতে পারেননি। পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা বরাবরই খারাপ হলেও পরের দিকে ঘুরে দাঁড়ায় তারা। গত বারের আইপিএলে কিন্তু সেই পরিসংখ্যানও কাজে আসেনি। এ বারও হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে মুম্বই।
দিল্লি ক্য়াপিটালস যেন সঠিক কম্বিনেশনই খুঁজে উঠতে পারছে না। ব্যাটিংয়ে একমাত্র ডেভিড ওয়ার্নার ধারাবাহিক। কিন্তু একার পক্ষে ম্যাচ জেতানো কঠিন। বাকিরা অনেকেই ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্য়র্থ। বোলিংয়েও একই পরিস্থিতি। মুকেশ কুমার, খলিল আহমেদরা ম্যাচ জেতানো পারফর্ম করতে পারেননি। প্রোটিয়া পেসার অনরিখ নর্ৎজে এ বারের আইপিএলে তাঁর প্রথম ম্যাচে নজরকাড়া বোলিং করেছেন। দল জেতেনি। রিজার্ভে রয়েছেন আর এক প্রোটিয়া পেসার লুনগি এনগিডি। এ বার হয়তো তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। কোচিং টিমে সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রিকি পন্টিং, শেন ওয়াটসনের মতো মহাতারকারা রয়েছেন। মাঠে নেমে দল ভালো পারফর্ম করতে না পারায় চাপ বাড়ছে তাঁদের ওপরও।