মুম্বই: আইপিএলে (IPL 2022) শুরুটা ভালো করেও আচমকাই ছন্দপতন। পরপর দুটো ম্যাচ হেরে মনোবল তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। রানের মধ্যে নেই বিরাট কোহলি। রান পাচ্ছেন না দলের হার্ড হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলও। পরপর দুটো ম্যাচেই ব্যাটিং বিভাগে ধারাবাহিক ব্যর্থতা দেখা গিয়েছে। আজ দুপুরে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এ বারের আইপিএলে প্রথম বার খেলতে নেমেই চমকে দিয়েছে গুজরাত। টেবিল টপার গুজরাত টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। প্লে অফের রাস্তা এক প্রকার পাকা করে ফেলেছেন হার্দিক পান্ডিয়ারা। আজ আরসিবিকে হারালে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। যদিও হার্দিক পান্ডিয়ারা বাকি ৬টা ম্যাচ থেকেই পুরো পয়েন্ট ঘরে তুলতে চান। শীর্ষে থেকেই কোয়ালিফায়ারে খেলতে চান সামিরা। গুজরাতের ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই রয়েছে ভারসাম্য। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্লে অফে পৌঁছতে হলে আজ কামব্যাক করতেই হবে।
আইপিএলে প্রথম বার মুখোমুখি হতে চলেছে গুজরাত আর ব্যাঙ্গালোর। এই ব্র্যাবোর্নেই শেষ ম্যাচে ৬৮ অলআউট হয়ে গিয়েছিল আরসিবি। যদিও এই পিচ ব্যাটিংয়ের জন্য আদর্শ। দুপুরে খেলা হওয়ায় শিশিরের প্রভাব থাকছে না। তাই টসে জিতে ব্যাটিং করতে চাইবে যে কোনও দলই। ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া আরসিবি শিবির।
ম্যাক্সওয়েলের ওয়েডিং পার্টিতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল কোহলিদের। তবে রানের খরার মধ্যে দিয়েই যাচ্ছেন বিরাট। গুজরাতের বিরুদ্ধে রানে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। মহম্মদ সামি, লকি ফার্গুসন, রাশিদ খানরা ছাড়াও যশ দয়াল, আলজারি যোশেফের মতো বোলাররা আছেন গুজরাত দলে। হার্দিক পান্ডিয়াও বল হাতে বিপক্ষের ঘুম কাড়তে ওস্তাদ। তাই বিরাটের কাছে আজকের ম্যাচ বাড়তি চ্যালেঞ্জ। টানা পাঁচ ম্যাচ ব্যর্থ হয়েছেন। দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। সমালোচকরা সুর চড়াচ্ছেন। তাঁদের মুখ বন্ধ করার একমাত্র অস্ত্রই বিরাটের ব্যাট।
ফাফ ডুপ্লেসিকেও শেষ দুটো ম্যাচে নিষ্প্রভ দেখিয়েছে। বড় রানে ফিরতে মরিয়া আরসিবির অধিনায়কও। গ্লেন ম্যাক্সওয়েলকেও এখনও চেনা ছন্দে দেখা যায়নি। ব্যর্থতা ফেলে ঘুরে দাঁড়ানোর লড়াই আরসিবির। একই সঙ্গে বোলিং বিভাগের কাছেও বাড়তি চ্যালেঞ্জ। গুজরাতের ব্যাটিং গভীরতা এতটাই, যে টপ আর মিল অর্ডার ধসে গেলেও দল ম্যাচ জেতার ক্ষমতা রাখে। হ্যাজেলউড, সিরাজ, হর্ষল প্যাটেলদের কাছে তাই চ্যালেঞ্জিং হতে চলেছে এই ম্যাচ।
আইপিএলে দুরন্ত ফর্মে হার্দিক পান্ডিয়াদের গুজরাত টাইটান্স। ম্যাচ উইনারের সংখ্যাও প্রচুর। ওপেনে নেমেই ঋদ্ধিমান সাহা বুঝিয়েছেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। এছাড়া শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলারদের মতো ব্যাটাররা আছেন গুজরাত দলে। রাহুলর তেওয়াটিয়া, রাশিদ খানরাও ম্যাচ জেতাতে ওস্তাদ। গত ম্যাচেই সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আত্মবিশ্বাসকে সঞ্চয় করেই আরসিবিকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করতে চায় গুজরাত।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।
আরও পড়ুন: IPL 2022: ছবিতে দেখুন গ্লেন ম্যাক্সওয়েলের ওয়েডিং পার্টির মুহূর্ত